ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অলৌকিকভাবে শিশু রক্ষা

কাভার্ডভ্যানের ধাক্কায় গাজীপুরে মোটর সাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

প্রকাশিত: ০৭:৫৯, ৩১ ডিসেম্বর ২০১৭

কাভার্ডভ্যানের ধাক্কায় গাজীপুরে মোটর সাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শনিবার সন্ধ্যায় গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী ও তার স্ত্রী নিহত হয়েছে। অলৌকিকভাবে রক্ষা পেয়েছে তাদের চার বছরের শিশু সন্তান। নিহতরা হলো- স্থানীয় ডেগেরচালার মরহুম সরাফত খানের ছেলে চাল ব্যবসায়ী ফারুক খান (৩৫) ও তার স্ত্রী পলি আক্তার রিয়া (২৫)। সালনা হাইওয়ে থানার ওসি বাসু দেব সিনহা পরিবারকে উদ্ধৃত করে জানান, নাটোরে বাবার বাড়ি বেড়ানো শেষে পলি আক্তার শিশু সন্তান রিফাতকে নিয়ে শনিবার সন্ধ্যায় কালিয়াকৈরের চন্দ্রা মোড়ে বাস থেকে নামেন। সেখান থেকে স্বামী ফারুক তার স্ত্রী-সন্তানকে নিয়ে মোটর সাইকেলযোগে ডেগেরচালায় ফিরছিল। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডায় পৌঁছলে চান্দনা চৌরাস্তাগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই পলি আক্তার নিহত ও তার স্বামী ফারুক গুরুতর আহত হয়। তবে তাদের ৪ বছরের শিশু সন্তান রিফাত অলৌকিকভাবে অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পায়। স্থানীয়রা ফারুককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং কাভার্ডভ্যান আটক করে। তবে কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় ওই সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
×