ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধামরাই হার্ডিঞ্জ উচ্চবিদ্যালয়ে পুনর্মিলনী

প্রকাশিত: ০৬:৫৭, ৩১ ডিসেম্বর ২০১৭

ধামরাই হার্ডিঞ্জ উচ্চবিদ্যালয়ে পুনর্মিলনী

ব্যাপক আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গত ২৩ ডিসেম্বর ঢাকার ধামরাই হার্ডিঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজের ১৯৯০ ব্যাচের ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ধামরাইয়ের মুন্নু কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ পুনর্মিলনীতে ছাত্রছাত্রী ও শিক্ষক অনেকেই স্মৃতিচারণ করেন। প্রথম পর্বে হার্ডিঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) মোঃ জিয়ারত আলী খান কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (অব.) ও আমীন মডেল টাউন স্কুল এ্যান্ড কলেজের বর্তমান অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, সহকারী প্রধান শিক্ষক (অব.) ইমতিয়াজ উদ্দিন আহমেদ, সহকারী প্রধান শিক্ষক (অব.) দেবেশ রায় মৌলিক, সিনিয়র শিক্ষক (অব.) মোহাম্মদ সফি উদ্দিন, সিনিয়র শিক্ষক (অব.) বাবু শ্রীধর চন্দ্র ভট্টাচার্য, সিনিয়র শিক্ষক (অব.) মোঃ আমির উদ্দিন, সিনিয়র শিক্ষক (অব.) মোঃ আমির হোসেন, সিনিয়র শিক্ষক (অব.) মৌলভী আবুল বাশার নূরুল হুদা ও স্কুলের বর্তমান সিনিয়র শিক্ষক মোঃ সামছুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কুলের সাবেক প্রধান শিক্ষক (অব.) মোঃ জিয়ারত আলী খান, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান মোঃ হজরত আলী, স্কুলের বর্তমান সিনিয়র শিক্ষক মোঃ শওকত হোসেন, সহকারী প্রধান শিক্ষক (অব.) মহাদেব চন্দ্র মজুমদার, সিনিয়র শিক্ষক (অব.) মোঃ শামসুল আলম খানসহ ১৫ জন শিক্ষক ও তিনজন এমএলএসএসকে ক্রেস্ট ও শাল দিয়ে সম্মাননা জানানো হয়। দ্বিতীয় পর্বে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
×