ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জলসিঁড়ি সম্মাননা পেলেন নেত্রকোনার ৪ গুণী

প্রকাশিত: ০৬:৫০, ৩১ ডিসেম্বর ২০১৭

জলসিঁড়ি সম্মাননা পেলেন নেত্রকোনার ৪ গুণী

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘জলসিঁড়ি সম্মাননা-২০১৭’ পেয়েছেন ৪ গুণী। দুর্গাপুর উপজেলার গাভীনা গ্রামে প্রতিষ্ঠিত ‘জলসিঁড়ি পাঠকেন্দ্রের ১৫ বছর পূর্তি উপলক্ষে এ সম্মাননা দেয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন ভাষা সৈনিক আজিম উদ্দিন আহাম্মদ, পুলিশ মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, কবি মামুন খান এবং ছড়াকার সঞ্জয় সরকার। গাভীনা গ্রামের জলসিঁড়ি পাঠকেন্দ্র প্রাঙ্গণে মঙ্গলবার বিকেলে ‘শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই’Ñ স্লোগানে ১৫ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং। সম্মাননা প্রদান পর্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী। জলসিঁড়ি পাঠকেন্দ্রের সভাপতি এ্যাডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্য, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, গবেষক আলী আহাম্মদ খাান আইয়োব, অধ্যক্ষ রেভা মনিন্দ্র নাথ মারাক, দেবেন্দ্র সান্যাল, কবি সরোজ মোস্তফা, জুয়েল মোস্তাফিজ, স্বপন হাজং, সাংবাদিক কামাল হোসেন, পল্লব চক্রবর্তী ও আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জলসিঁড়ি পাঠকেন্দ্রের সম্পাদক দীপক সরকার। অনুষ্ঠানে চার গুণীজনকে ক্রেস্ট এবং উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয়। পরে তারা অনুভূতি ব্যক্ত করেন। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমপি ছবি বিশ্বাস। সভাপতিত্ব করেন আদিবাসী লেখক মতিলাল হাজং। এছাড়াও দিনের বিভিন্ন সময়ে গান, কবিতা পাঠ এবং সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুর্গাপুর ছাড়াও বিভিন্ন অঞ্চলের কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা যোগ দেন।
×