ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এতিমের মাংস আমলাদের পেটে

প্রকাশিত: ০৬:৪৬, ৩১ ডিসেম্বর ২০১৭

এতিমের মাংস আমলাদের পেটে

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ৩০ ডিসেম্বর ॥ এতিম ও গরিবদের জন্য আসা দুম্বার মাংস বণ্টন হলো সরকারী আমলা ও জনপ্রতিনিধিদের মধ্যে। প্রটোকল অনুযায়ী কম বেশ করেই এই মাংস বিতরণ হয় তাদের মাঝে। ঘটনার একদিন পর এ খবরটি চাউর হলে জেলার সর্বমহলে নিন্দার ঝড় বইছে। জানা যায়, গরিব ও এতিমের জন্য সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস ভাগভাটোয়ারা করে নেন মৌলভীবাজার সদর ও জেলা অফিসের কতিপয় সরকারী কর্মকর্তা। শুক্রবার জুমার নামাজের পরপরই ওই কর্মকর্তা তা বণ্টন করেন। জানা যায়, সদর উপজেলায় ৬৬ কার্টন মাংস বরাদ্দ আসে। প্রতিটি কার্টনে মাংসের পরিমাণ ছিল ১২-১৫ কেজি। চবিতে নতুন থানা চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও বেশি সুসংহত করতে বিশ্ববিদ্যালয়ের অদূরেই স্থাপিত হচ্ছে নতুন একটি থানা । ইতোমধ্যেই থানাটির জন্য জমি অধিগ্রহণ করে ৫তলা ভবন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। চট্টগ্রাম বিশ^বিদ্যালয় বর্তমানে হাটহাজারী থানার আওতাভুক্ত একটি এলাকা। প্রায় ২৪৬ দশমিক ৩২ বর্গকিলোমিটারের বিশাল এলাকাজুড়ে এর কর্মক্ষেত্র। এদিকে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই প্রতিদিন প্রায় ২৩ হাজার শিক্ষার্থীর আনাগোনা। শিক্ষার্থীসহ এত মানুষের নিরাপত্তা বিধানে প্রায়ই হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। এসব বিষয় বিবেচনায় রেখে চট্টগ্রাম জেলা পুুুলিশের প্রস্তাবনায় ২০১৫ সালের ৪ মার্চ তৎকালীন পুলিশ সুপার এম কে আকতারের আমলে এই থানাটি স্থাপনের কার্যক্রম শুরু হয় ।
×