ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘন কুয়াশা

পাটুরিয়া- দৌলতদিয়া ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত: ০৬:৪৬, ৩১ ডিসেম্বর ২০১৭

পাটুরিয়া- দৌলতদিয়া ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ৩০ ডিসেম্বর ॥ ঘন কুয়াশার কারণে পাটুরিয়াদৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারে মারাত্মকভাবে বিঘœ ঘটছে। শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে। এ কারণে শনিবার বিকেল পর্যন্ত প্রায় এক হাজার যানবাহন পারাপারের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে আটকে আছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। বিআইডব্লিউটিসি, আরিচা কার্যালয়ের এজিএম জানান, প্রতিনিয়তই রাতে ১০-১২ ঘণ্টা ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে যানবাহন পারাপারে বিঘœ ঘটছে। ফলে যানবাহনের রাতের চাপ দিনের বেলা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। এতে আজ দুপুরের পর থেকে উভয় ঘাটে বাস-ট্রাক মিলে সহ¯্রাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। সিলেটে জমি নিয়ে সংঘর্ষে আহত ৭০ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কোম্পানীগঞ্জে জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৭০জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার বাঘজুড় গ্রামে উস্তার আলী ও কালাম মিয়া পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাঘজুড় গ্রামের উস্তার আলী ও কালাম মিয়ার মধ্যে একটি জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার বিরোধপূর্ণ জমিতে একপক্ষ ধানের চারা রোপণ করতে গেলে অপরপক্ষ বাধা প্রদান করে। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে যায়। সংঘর্ষে আহত হন ৭০ জন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল আমিন সভাপতি কচি সম্পাদক নির্বাচিত চুয়াডাঙ্গা প্রেসক্লাব নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ৩০ ডিসেম্বর ॥ শনিবার চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সরদার আল আমিন সভাপতি ও রাজীব হাসান কচি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত হয়েছেন সভাপতি সরদার আল আমিন, সহসভাপতি কামালউদ্দীন জোয়ার্দার, সহসাধারণ সম্পাদক বিপুল আশরাফ, অর্থ সম্পাদক আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক ইসলাম রকিব, দফতর সম্পাদক রিফাত রহমান, কার্যকরী সদস্য আজাদ মালিতা, ফাইজার চৌধুরী, রফিক রহমান, শরিফুজ্জামান শরীফ ও রুহুল আমিন রতন।
×