ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতু চালু হলে প্রধান বাণিজ্য কেন্দ্র হবে দক্ষিণাঞ্চল ॥ শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০৬:৪৫, ৩১ ডিসেম্বর ২০১৭

পদ্মা সেতু চালু হলে প্রধান বাণিজ্য কেন্দ্র হবে দক্ষিণাঞ্চল ॥ শিল্পমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, স্বপ্নের পদ্মাসেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলে দেশের দক্ষিণাঞ্চলে হবে ব্যবসা ও বাণিজ্যের প্রধান কেন্দ্রবিন্দু। শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে মাদ্রাসাসহ সব বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশনের বিভাগীয় সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আরও বলেন, দক্ষিণাঞ্চলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রাবন্দর, বরিশাল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছেন। কুয়াকাটাকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলবেন। পদ্মাসেতু নির্মাণের পর দক্ষিণাঞ্চলে হবে ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্র। মন্ত্রী আরও বলেন, দেশের সব মাদ্রাসা সরকারী করা সম্ভব নয়। এ ছাড়া পুরাতন কয়েকটি স্কুল ছাড়া কোন স্কুল সরকারী করা হয়নি। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণের পরিকল্পনা আপাতত সরকারের নেই। তবে এ ব্যাপারে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করা হবেন বলেও মন্ত্রী উল্লেখ করেন। বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশনের বরিশাল জেলা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আমু আরও বলেন, বরিশালসহ দক্ষিণাঞ্চল উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী সার্বিক সহযোগিতা করছেন। তার কাছে দাবির কিছু নাই। তিনি এ অঞ্চলের উন্নয়নের সময় উপযোগী পদক্ষেপ নেবেন। যা করছেন জাতির স্বার্থেই করছে। সভায় বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসেন, সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু।
×