ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জমির মালিকানা নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:৪১, ৩১ ডিসেম্বর ২০১৭

জমির মালিকানা নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩০ ডিসেম্বর ॥ রজপাড়া মৌজার এসএ ১১৫ নং খতিয়ানের ৬৬১ ও ৬৬৬ নম্বর দাগের দুই একর ৭০ শতক জমির মালিকানা দাবিদার ৪০ বছরের দখলে থাকার পরে জোর করে বাউন্ডারি দেয়ার অভিযোগে ইউসুফ মীনার সংবাদ সম্মেলনের পরে এবার ইসমাইল আকন মালিকানা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে ইসমাইল আকনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাইপো রুহুল আমিন। তিনি দাবি করেন, ইসমাইল আকনের পৈত্রিক সম্পত্তি ভুয়া কাগজপত্র তৈরি করে ইউসুফ মীনা ও ইউনুছ মীনা দখল করে নেয়। ওয়ারিশ সনদ নিতে গেলে তৎকালীন চেয়ারম্যান আব্দুল মালেক সিকদার দেয়নি। পরে ঢাকার হাজী সেলিম এমপির কাছে দুই একর চার শতক জমি ৪৮ লাখ টাকায় বিক্রি করেন। এই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলা চলমান অবস্থায় দলিল কিংবা হস্তান্তর কীভাবে হলো-এর কোন উত্তর মেলেনি। এই জমিকে কেন্দ্র করে দুই দিন আগে ইউসুফ মীনার ওপর সন্ত্রাসী হামলাও হয়েছে। বর্তমানে টিয়াখালী ইউনিয়নের এই জমির দখল বিক্রি এবং বিরোধ নিয়ে সর্বত্র মুখরোচক আলোচনা চলছে। কেরানীগঞ্জে সাত ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৩০ ডিসেম্বর ॥ জয়নগর এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনায় ৭ ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, দলনেতা মাস্টার কামাল ওরফে মাইক কামাল, রুবেল, রাসেল, নিজাম ওরফে মিজান, দেলোয়ার হোসেন দিলু ওরফে সুমন ও সোহরাব। এছাড়াও লুণ্ঠিত স্বর্ণালঙ্কার কেনার অভিযোগে মিন্টু ম-ল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে ঢাকা জেলা (দক্ষিণ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান এসব তথ্য জানান। গত ১১ ডিসেম্বর রাতে জয়নগর এলাকার ফারুক হোসেনের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে দেড় লাখ টাকা ও ৮০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে একদল ডাকাত।
×