ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেএসসিতে ১৪ প্রতিবন্ধীর সবাই উত্তীর্ণ

প্রকাশিত: ০৬:৪১, ৩১ ডিসেম্বর ২০১৭

জেএসসিতে ১৪ প্রতিবন্ধীর সবাই উত্তীর্ণ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে এবার ১৪ দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীর সবাই উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে তিনজন পেয়েছে জিপিএ-৫। অন্যরা বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। শনিবার আনুষ্ঠানিক ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে। জিপিএ-৫ প্রাপ্তরা হলো মোঃ মহসিন, সুমাইয়া রাত্রি ও সুরাইয়া দিবা। এছাড়া বিভিন্ন গ্রেডে উত্তীর্ণরা হলো শহীদ হাসান রুদ্র (গ্রেড-৩.৭৯), জসিম উদ্দিন, (গ্রেড৩.৮), রিসাদ সাকিদার (গ্রেড-৩.৬৪), শাকিল আলী প্রামাণিক (গ্রেড-৩.৯৩), শোভন মোল্লা (গ্রেড-৩.৯৩), রোমান মিয়া (গ্রেড-৩.৭৯), হাফিজুর রহমান টুয়েল (গ্রেড-৪.০৭), মিনহাজ উদ্দিন (গ্রেড-৩.৮৬), শাহজাহান গাজী (গ্রেড-৪.৪৩), নাছরিন আক্তার লিপি (গ্রেড-৩.৪৩) ও মিথিলা আক্তার মীম (গ্রেড-৩.০৭)। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তরুণ কুমার সরকার জানান, এরা অদম্য মেধাবী। নানা প্রতিকূলতার মধ্যে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে। তিনি জানান, দৃষ্টি প্রতিবন্ধী শ্রুতি লেখকের মাধ্যমে এ শারীরিক প্রতিবন্ধীরা নিজেরা লিখে পরীক্ষায় ভাল ফল করেছে। টঙ্গীবাড়িতে বেতকা উচ্চ বিদ্যালয়ের ২০ বছর পূর্তি উৎসব স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়িতে বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ২০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান উদ্বোধন করেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। এ সময় ২০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবের আহ্বায়ক ও বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস এম তারিক আল হাসান লিউর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহানা তাহমিনা, টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল হালদার ভূতু, টঙ্গীবাড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন প্রমুখ।
×