ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনাজপুর শিক্ষা বোর্ড

জেএসসিতে ১৩ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

প্রকাশিত: ০৬:৪১, ৩১ ডিসেম্বর ২০১৭

জেএসসিতে ১৩ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় ১৩ শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পাস করেনি। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান জানান, চলতি বছরের জেএসসি পরীক্ষায় ১৩ স্কুলের একজন পরীক্ষার্থীও পাস করেনি। তিনি জানান, এসব বিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত করে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তাদের পাঠদানের অনুমতি বজায় থাকবে কি না তা তদন্ত প্রতিবেদনের ওপর নির্ভর করছে। গত বছরের জেএসসির ফলের প্রেক্ষিতে ৬ বিদ্যালয়ের পাঠদান বন্ধের ব্যাপারে কারণ দর্শানো নোটিস দেয়া হয়েছে। ২০১৭ সালে অকৃতকার্য ১৩ কলেজের পাঠদান অনুমতি বাতিল করা প্রসঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, মানসম্মত শিক্ষক এবং শিক্ষার পরিবেশ গড়ে তুলতে প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হবে। অকৃতকার্য ১৩ স্কুল হলো গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার খালির খামার জুনিয়র স্কুল, নীলফামারীর সদর উপজেলার রামনগর আদর্শ বালিকা বিদ্যা নিকেতন, উত্তর কানিয়াল খাতা জুনিয়র স্কুল, ডোমারের ৩ ব্যাট শহীদ স্মৃতি জুনিয়র হাই স্কুল এবং জলঢাকার গোলামুদ্যা আদর্শ জুনিয়র বালিকা বিদ্যালয়, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রামরতন আইডিয়াল জুনিয়র বালিকা বিদ্যালয়, দিনাজপুরের খানসামা উপজেলার মাড়গাঁও আদর্শ জুনিয়র স্কুল, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার লাহুচাঁদ হাই স্কুল ও ভাটডাঙ্গী জুনিয়র স্কুল এবং পঞ্চগড় সদর উপজেলার মহারাজা দিঘি জুনিয়র হাই স্কুল, দেবীগঞ্জ উপজেলার টেপরীগঞ্জ জুনিয়র বালিকা বিদ্যালয় ও উপ্পনচৌকি ভাজনী জুনিয়র স্কুল ও বোদা উপজেলার আরাজী শিকারপুর বাগানবাড়ী মডেল জুনিয়র হাইস্কুল।
×