ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাবি বধ্যভূমির বেদিতে জুতা পায়ে নাচগান

প্রকাশিত: ০৬:৪০, ৩১ ডিসেম্বর ২০১৭

রাবি বধ্যভূমির বেদিতে জুতা পায়ে নাচগান

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বধ্যভূমির মূল বেদির ডান দিকে সাইনবোর্ডে লেখা ‘জুতা পায়ে উঠা নিষেধ’ আর বাম দিকে লেখা ‘অনুগ্রহ করে বেদিতে বসবেন না’। কিন্তু এই নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে বধ্যভূমির ওপর জুতা পায়ে ওঠেন খোদ রাবির শিক্ষার্থীরাই। বধ্যভূমিটি যেন পরিণত হয়েছে পিকনিক স্পটে। শনিবার সকালে দেখা গেল, রাবির দুটি বিভাগের বেশ কিছু শিক্ষার্থী বধ্যভূমির বেদিতে জুতা পায়ে উঠে উচ্চ শব্দে গান বাজিয়ে পিকনিক করছে। সরেজমিনে দেখা যায়, রাবির ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা বধ্যভূমির বেদিতে জুতা পায়ে নাচগান করছেন। পাশেই পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা উচ্চ শব্দে গান বাজিয়ে নাচগান করছেন। তাদের অনেককে জুতা পায়ে বধ্যভূমির বেদিতে উঠে ছবি তুলতে দেখা গেছে। বধ্যভূমিতে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, বহিরাগতরা এখানে এসে বেদিতে জুতা পায়ে ছবি তুলে। প্রায়শই এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিকনিক করতে আসে। তারা এখানে এসে উচ্চ শব্দে নাচগান করে। তাদের কিছু বলতে গেলে বলে যে, প্রশাসন তাদের অনুমতি দিয়েছে। এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বধ্যভূমিতে পিকনিক করার জন্য অনুমতি নিতে আসে। কিন্তু তাদেরকে অনুমতি দেয়া হয় না। অনুমতি দেয়ার প্রশ্নই আসে না। আর আজকেও যারা পিকনিক করছিল, তারাও অনুমতি নেয়নি। তবে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের দাবি, প্রক্টরের অনুমতি নিয়েই বধ্যভূমিতে তারা পিকনিকের আয়োজন করেছিলেন। জানতে চাইলে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সভাপতি ড. দিল আফরোজ বেগম বলেন, ‘বিষয়টি আমি অবগত নই।
×