ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ম্যারাডোনার উপহার হামসিককে

প্রকাশিত: ০৬:৩৮, ৩১ ডিসেম্বর ২০১৭

ম্যারাডোনার উপহার হামসিককে

স্পোর্টস রিপোর্টার ॥ আর্জেন্টাইন ফুটবলের জীবন্ত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে ইতালিয়ান সিরি’এ লীগে নেপোলির হয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন মারেক হামসিক। অসামান্য এই কীর্তি গড়ায় ম্যারাডোনার কাছ থেকে উপহারও পেয়ে গেছেন মারেক হামসিক। তবে কী সেই উপহার? তা জানাননি হামসিক। স্তাডিও এজিও শিডাতে ম্যাচের আগে স্কাই স্পোর্ট ইতালিয়াকে দেয়া এক সাক্ষাতকারে ৩০ বছর বয়সী এই সেøাভাকিয়ান তারকা বলেন, ‘ম্যারাডোনার রেকর্ডকে ছাড়িয়ে যাওয়াটা সত্যিই অসাধারণ একটি অর্জন। কিন্তু এখন গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিটি ম্যাচে জয়লাভ করে পূর্ণ তিন পয়েন্ট ছিনিয়ে নেয়া। ম্যারাডোনা আমাকে উপহার দিয়েছেন, কিন্তু সেটা কি তা বলা যাবে না।’ গত সপ্তাহে ম্যারাডোনার দীর্ঘদিনের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙ্গেছেন নেপোলির এই অধিনায়ক। বছরের শেষ ম্যাচেও জয় পেয়েছে নেপালি। ক্রোতনের বিপক্ষে শুক্রবার ১-০ গোলে জয় পায় তারা। আর এই ম্যাচেই লীগ টেবিলের শীর্ষে থাকা নেপোলির হয়ে ক্যারিয়ারের ১১৭তম গোল করেন হামসিক। ম্যাচের ১৭ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন ১৭ নম্বর জার্সিধারী হামসিক। আর এই জয়ের ফলে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল নেপোলি।
×