ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাল্য বিবাহ, মাদক সেবন ও জুয়া বন্ধে শপথ

প্রকাশিত: ০৬:২৫, ৩১ ডিসেম্বর ২০১৭

বাল্য বিবাহ, মাদক সেবন ও জুয়া বন্ধে শপথ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ “বাল্য বিবাহ দিবো না, অন্যের হলে প্রতিরোধ করবো। নিজে মাদক সেবন করবো না, অন্য কাউকে মাদক সেবন করতে দিবো না। নিজে জুয়া খেলবো না, অন্যকে জুয়া খেলতে দিবো না। এমন শপথ গ্রহণ করেছে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাসিন্দারা। এ উপলক্ষে শনিবার দুপুরে বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে বাল্য বিবাহ, মাদক ও জুয়া প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনাসভা ও নাট্যানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই ইউনিয়নবাসীকে শপথপাঠ করান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। ৯ হেরোইন বিক্রেতা আটক নীলফামারী ডোমারে ক্রয় ও বিক্রি করার সময় ৯ হেরোইন বিক্রেতাকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার রাত ১১টার দিকে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বড়গাছা গ্রাম হতে তাদের গ্রেফতার করে পুলিশ। শনিবার তাদের জেলা কারাগারে প্রেরন করা হয়। মাদক বিক্রেতারা হলো নুর আলী, রাকিবুল হাকিব শফি মামুদ কানন, আনোয়ার হোসেন, জ্যোতিষ চন্দ্্র অধিকারী, অরিন অধিকারী, রাম কৃষ্ণ রায় আবু তারেক, গোলাম মোস্তফা। সংশোধনী ৩০ ডিসেম্বর দৈনিক জনকণ্ঠের ১৫ পাতায় “দ্রুত কমছে তিস্তার পানি” শিরোনামে প্রকাশিত সংবাদের শেষ অংশে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজার রহমানের নাম ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে হবে তিস্তা ব্যারেজ প্রকল্পের তত্ত্ব¡াবধায়ক প্রকৌশলী জ্যোসি প্রসাদ ঘোষ।
×