ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভুয়া বিজ্ঞাপনের খপ্পরে উপরাষ্ট্রপতি

প্রকাশিত: ০৬:২৪, ৩১ ডিসেম্বর ২০১৭

ভুয়া বিজ্ঞাপনের খপ্পরে উপরাষ্ট্রপতি

ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু একবার ভুয়া বিজ্ঞাপনে ফেঁসে গিয়েছিলেন। শুক্রবার রাজ্যসভার এক আলোচনায় তিনি সেই কথা স্বীকার করেছেন। উপরাষ্ট্রপতি হওয়ার পর ট্যাবলেট খেয়ে ওজন কমানোর বিজ্ঞাপন চোখে পড়ে। এক হাজার টাকা দিলেই সেই ট্যাবলেট ঘরে আসবে। কিন্তু টাকা দিয়েও তিনি সেই ওষুধ পাননি।-টাইমস অব ইন্ডিয়া পেটুক চোর স্কটল্যান্ডের কোটব্রিজের এক বাড়িতে সেদিন কেউ ছিল না। এই সুযোগে চোর এসে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ে। বাড়ির মালিক এসে দেখে তার বিছানায় শুয়ে আছে এক উটকো লোক। আসলে বাসায় এত সুস্বাদু খাবার রান্না করা ছিল চোরটি সম্মোহিত হয়ে পড়ে। লোভ সামলাতে না পেরে সর্বনাশ ডেকে আনে।-এনডিটিভি অনলাইন
×