ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মনোযোগ বিচ্যুতি ঠেকাতে হেলমেট

প্রকাশিত: ০৬:২৩, ৩১ ডিসেম্বর ২০১৭

মনোযোগ বিচ্যুতি ঠেকাতে হেলমেট

গাড়ি চালানোর ক্ষেত্রে মনোযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনোযোগ বিক্ষিপ্ত হয়ে গেলে দুর্ঘটনা অবশ্যম্ভাবী। কিন্তু মাথার হেলমেট যদি বলে দেয় যে আপনার মনোযোগ বিচ্যুত হয়ে গেছে কিংবা আপনাকে কোন দিকে মনোযোগ দিতে হবে, তাহলে কেমন হয়? গাড়িতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাজারে নতুন একটি হেলমেট আসছে, মনোযোগ বিচ্যুত হয়ে গেলে যেটা আপনাকে সতর্ক করে দিতে পারবে। নতুন এই হেলমেটটি বানাচ্ছে ফোর্ড মোটর কোম্পানি। গাড়ি চালানোর সময় এটি চালকের মানসিক অবস্থা পর্যবেক্ষণ করবে। সড়কের বিভিন্ন বিষয় নিয়ে চালককে সতর্ক করতে পারবে। মূলত চালকের মনোযোগের কেন্দ্রবিন্দু ও কৌশলের উন্নতি ঘটাতে হেলমেটটি সাহায্য করবে। দ্রুতগতি ও দীর্ঘ দূরত্বের ক্ষেত্রে এই হেলমেট সবচেয়ে বেশি কার্যকর বলে বিবেচিত হবে। একজন পেশাদার চালকের কোন দিকে মনোযোগ দেয়া উচিত, কী করলে মগজ সক্রিয়া থাকবে, এটিতে সেসব বিষয়েরও সংযোজন থাকবে। গাড়ি চালানোর সময় মানসিক শক্তি উন্নয়নে চালককে প্রশিক্ষণ দেবে এটি। চালক কখন কোন দিকে মনোযোগ দিবেন, তাও বলে দিবে এই হেলমেট। নতুন এ ডিভাইসটি তৈরি করতে ফোর্ড কোম্পানি লন্ডনের কিং কলেজ ও প্রযুক্তি কোম্পানি ইউএনটি-৯ এর সঙ্গে চুক্তি করেছে। এই তিনে মিলে তৈরি উদ্ভাবন করবে বিস্ময়কর এই হেলমেট। - মেইল অনলাইন
×