ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএসএমএমইউর সঙ্গে ফ্লোরার চুক্তি

প্রকাশিত: ০৬:২৩, ৩১ ডিসেম্বর ২০১৭

বিএসএমএমইউর সঙ্গে ফ্লোরার চুক্তি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয় (বিএসএমএমইউ)-এর লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান) বিষয়ে ফ্লোরা লি-এর সঙ্গে শনিবার চুক্তি স্বাক্ষর হয়েছে। বিএসএমএমইউ-এর পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল। এ সময় বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডাঃ গাজী শামীম হাসান, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (মানবসম্পদ) ডাঃ মোঃ জামাল উদ্দিন খলিফা, পরিচালক (আইটি) এ আর আজিমুল হক রায়হান, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ হারিসুল হক, চীফ এস্টেট অফিসার ডাঃ এ কে এম শরীফুল ইসলাম, উপ-রেজিস্ট্রার ডাঃ শেখ আব্দুল্লাহ আল মামুন, সহকারী ইঞ্জিনিয়ার মোঃ মাহমুদুল কাদের প্রমুখ। কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি বিষয়ক কর্মশালা : শিশুসহ শ্রবণ প্রতিবন্ধীদের চিকিৎসার জন্য দিনব্যাপী ৬ষ্ঠ কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের শহীদ ডাঃ মিলন হলে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন এ বিশ^বিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি ২ দিনব্যাপী ৭ম কক্লিয়ার ইমপ্ল্যান্ট অডিওলজি বিষয়ক কর্মশালারও উদ্বোধন করেন।-বিজ্ঞপ্তি
×