ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উবারের ১৫ শতাংশ অংশীদার জাপানের সফটব্যাঙ্ক

প্রকাশিত: ০৬:২০, ৩১ ডিসেম্বর ২০১৭

উবারের ১৫ শতাংশ অংশীদার জাপানের সফটব্যাঙ্ক

মার্কিন অ্যাপ ট্যাক্সি পরিষেবা উবারের ১৫ শতাংশ অংশীদারি ঝুলিতে পুরছে জাপানের সফটব্যাঙ্ক গ্রুপ ক্যাপিটাল। সফটব্যাঙ্ক গোষ্ঠীর লগ্নিকারী শাখা এটি। প্রাথমিক লগ্নির অঙ্ক ১০০ কোটি ডলার (প্রায় ৬,৪৯৩ কোটি টাকা)। নতুন বছরের শুরুতেই যা ঢালা হবে বলে খবর।অপর অ্যাপ ট্যাক্সি সংস্থা ওলার-ও অন্যতম বৃহৎ অংশীদারও সফটব্যাঙ্ক। ফলে উবা?রে লগ্নি সম্পূর্ণ হলে বিশ্বের বৃহত্তম দুই ট্যাক্সি পরিষেবা সংস্থার সঙ্গেই জুড়ে যাবে এই জাপানি বিনিয়োগকারীর স্বার্থ। লগ্নি নিয়ে বিশদে মুখ খোলেনি সফটব্যাঙ্ক। সফটব্যাঙ্ক ইনভেস্টমেন্ট অ্যাডভাইজর্সের সিইও ও গোষ্ঠীর ডিরেক্টর রাজীব মিশ্র শুধু বলেন, ‘জানুয়ারির মধ্যেই সার্বিক লগ্নি প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাই। উবার নেতৃত্ব ও কর্মীদের ওপর আস্থা রয়েছে।’যদিও এই নেতৃত্ব প্রসঙ্গেই এ বছর বিশ্ব জুড়ে ঘোরতর বিতর্কে জড়িয়েছে মার্কিন সংস্থাটি। পর্ষদের বিরুদ্ধে উঠেছে ভুল পথে পরিচালনার অভিযোগ। -অর্থনৈতিক রিপোর্টার
×