ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৫ মাসে ২১ হাজার কোটি টাকা আয়কর আদায়

প্রকাশিত: ০৬:২০, ৩১ ডিসেম্বর ২০১৭

৫ মাসে ২১ হাজার কোটি টাকা আয়কর আদায়

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০১৭-১৮ অর্থ বছরের প্রথম ৫ মাসে ২১ হাজার ৬৪৬ কোটি টাকার আয়কর আদায় হয়েছে। যা বিগত কর বর্ষের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৬০ শতাংশ বেশি। গত অর্থ বছরের প্রথম ৫ মাসে আয়কর আহরণের পরিমাণ ছিল ১৮ হাজার ৭২৫ কোটি টাকা। জুলাই-নবেম্বর পর্যন্ত সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর আহরণ ছাড়াও আরও বেশ কয়েকটি ক্ষেত্রে আগের বছরের একই সময়ের চেয়ে ভাল করেছে। এনবিআর সূত্র জানায়, ব্যক্তি পর্যায়ে আয়কর বিবরণী দাখিলের পরিমাণও প্রথম ৫ মাসে গত বছরের তুলনায় ৩৬ শতাংশ বেড়েছে। এ সময়ে আয়কর বিবরণী দাখিল হয়েছে ১৫ লাখ ৫৬ হাজার ৬১৬টি। গত কর বর্ষের একই সময়ে এর পরিমাণ ছিল ১১ লাখ ৪৪ হাজার ৪৯৭। বর্তমানে দেশে ইলেকট্রনিক আয়কর সনাক্তকরণ নম্বরধারীর (ইটিআইএন) সংখ্যা ৩২ লাখ ৭১ হাজার। এ প্রসঙ্গে এনবিআর সদস্য (আয়কর প্রশাসন) আব্দুর রাজ্জাক জানান, কর প্রদানে উদ্বুদ্ধকরণমূলক বিভিন্ন পদক্ষেপ ও তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং কর বান্ধব পরিবেশ গড়ে তোলার কারণে কর দাতারা আয়কর দেয়ায় আগের থেকে বেশি সাড়া দিচ্ছেন। এর পাশাপাশি আাগের তুলনায় কর প্রশাসনের নজরদারিও বাড়ানো হয়েছে। আয়কর বিবরণী দাখিলের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি আয়কর আহরণের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, কর দাতাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মাঠ পর্যায়ে হয়রানি বন্ধ করা হয়েছে। পাশাপাশি যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের যথাপোযুক্ত স্থানে পদায়ন এবং অংশীজনদের মতামতকে অগ্রাধিকার দিয়ে কর দাতাদের সঙ্গে কর বিভাগের আস্থার সম্পর্ক তৈরি করা হয়েছে। এসব কারণে আয়কর আহরণ বেড়েছে বলে তিনি মনে করেন। এনবিআর সূত্র জানায়, ২১ হাজার ৬৪৬ কোটি টাকার আয়করের মধ্যে ৪৫৩ কোটি টাকার ভ্রমণ কর রয়েছে। চলতি কর বর্ষের প্রথম ৫ মাসে ইটিআইএনধারীর সংখ্যা ৩২ লাখ ৩৪ হাজার ৬৫৪। গত কর বর্ষের একই সময়ে এর পরিমাণ ছিল ২৪ লাখ ৪১ হাজার ৬৫৩। সুতরাং আলোচ্য সময়ে কর দাতার সংখ্যা ৭ লাখ ৯৩ হাজার বা ৩২ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে।
×