ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০১৭ সালে নগদ লভ্যাংশ প্রদানের হার কমেছে

প্রকাশিত: ০৬:১৮, ৩১ ডিসেম্বর ২০১৭

২০১৭ সালে নগদ লভ্যাংশ প্রদানের হার কমেছে

২০১৭ সালে কোম্পানির সংখ্যা বাড়লেও নগদ লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে কমেছে। আগের বছরে ৬৭.২৫ শতাংশ কোম্পানি নগদ লভ্যাংশ ঘোষণা করলেও এ বছর করেছে ৬৩.৫৭ শতাংশ। এ হিসাবে নগদ লভ্যাংশ প্রদান করা কোম্পানির সংখ্যা কমেছে ৩.৬৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১৭ সালে মোট ২৯১টি কোম্পানির এজিএম অনুষ্ঠিত হয়। এরমধ্যে ১৮৫টি বা ৬৩.৫৭ শতাংশ কোম্পানির পর্ষদ ২ শতাংশ থেকে ৭৭৫ শতাংশ পর্যন্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের দ্বারা অনুমোদিত হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার প্যারামাউন্ট টেক্সটাইলের উদ্যোক্তা পরিচালকের শেয়ার কেনার ঘোষণা পুুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলের উদ্যোক্তা পরিচালক প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। কোম্পানিটি শেয়ারবাজার থেকে প্যারামাউন্ট টেক্সটাইলের ২ লাখ ৫০ হাজার শেয়ার বর্তমান বাজার দরে সেকেন্ডারি বাজার থেকে কিনবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কোম্পানিটি এই শেয়ার কেনা সম্পন্ন করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×