ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে লেনদেন কমেছে ১০.৬৪ শতাংশ

প্রকাশিত: ০৬:১৮, ৩১ ডিসেম্বর ২০১৭

পুঁজিবাজারে লেনদেন কমেছে ১০.৬৪ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক বাড়লেও কমেছে লেনদেন। আলোচ্য সপ্তাহে লেনদেন কমার পরিমাণ ছিল ১০ দশমিক ৬৪ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিসেম্বর মাসের শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর হিসাব বছর শেষ হওয়ার কারণে মুনাফা তোলার প্রবণতা বেশি ছিল। যার কারণে নতুন করে প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করেনি। আস্তে আস্তে আবার প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে ফিরবে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন। আর এরই অংশ হিসেবে গত সপ্তাহে শেয়ারের বিক্রির চাপ কিছুটা কম ছিল। জানা গেছে, গত সপ্তাহে লেনদেন মোট ১ হাজার ৯১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। তবে এর আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ১৩৮ কোটি টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন কমেছে ২২৭ কোটি টাকা বা ১০ দশমিক ৬৪ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৭ দশমিক ৬৭ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৩ দশমিক ১১ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৭ দশমিক ৪৬ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ৭৬ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে ১ শতাংশ বা ৬১ দশমিক ৭৩ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই-৩০ সূচক বেড়েছে ২ দশমিক ৩৩ শতাংশ বা ৫২ দশমিক ০৩ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ্ বা ডিএসইএস সূচক বেড়েছে ১ দশমিক ৭৬ শতাংশ বা ২৪ দশমিক ১১ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১২টি কোম্পানির। আর দর কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৮ দশমিক ৭৩ শতাংশ। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ২৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৮ কোটি ১৫ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা নাহী এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৯০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৯ কোটি টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৭৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৩ কোটি ১২ লাখ টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে - স্কয়ার ফার্মাসিউটিক্যাল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সিটি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল টিউব এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। অন্যদিকে দর হারানোর তালিকার শীর্ষে অবস্থান করছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৪ দশমিক ৯৫ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংকের ২৫% কনভার্টেবল সাবওর্ডিনেটেড বন্ড। প্রতিটি ইউনিটেরে দর কমেছে ১০ শতাংশ। গড়ে প্রতিদিন প্রায় ৪ লাখ ৩২ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ১৭ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ৭ দশমিক ৭২ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া এই থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা কনডেন্সড মিল্কে ৭ দশমিক ৩৪ শতাংশ, বিবিএস ক্যাবলে ৬ দশমিক ৭১ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে ৬ দশমিক ৬৯ শতাংশ, ইয়াকিন পলিমারে ৬ দশমিক ৬৭ শতাংশ, জিলবাংলা সুগার মিলে ৬ দশমিক ৪২ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজে ৬ দশমিক ১৯ শতাংশ এবং সুহৃদ ইন্ডাস্ট্রিজে ৬ শতাংশ দর কমেছে।
×