ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একসঙ্গে ৩১ স্যাটেলাইট!

প্রকাশিত: ০৬:১৭, ৩১ ডিসেম্বর ২০১৭

একসঙ্গে ৩১ স্যাটেলাইট!

ভারতের স্পেস রিসার্চ অরগানাইজেশন (ইসরো) জানিয়েছে, তারা একসঙ্গে ৩১টি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। যার মধ্যে কারটোসাট-২ নামে একটি স্যাটেলাইট থাকবে যা পৃথিবীকে পর্যবেক্ষণ করার কাজ করবে। স্যাটেলাইটগুলো আগামী মাসেই উৎক্ষেপণ করা হবে। এতে ২৪টি ন্যানো স্যাটেলাইটও বিভিন্ন দেশ থেকে উৎক্ষেপণ করা হবে। ফিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রেও এগুলো উৎক্ষেপণ করা হবে। -সিনহুয়া রবিশঙ্করের সেতার... বিখ্যাত সেতারবাদক রবিশঙ্করের প্রিয় একটি সেতার ব্রিটিশ মিউজিয়ামে স্থান পেয়েছে। সেতারটি ১৯৬১ সালে তৈরি করা হয়। বিভিন্ন স্মৃতিবিজড়িত চারটি সেতার ছিল রবিশঙ্করের কাছে। ব্রিটিশ মিউজিয়ামের চীন ও দক্ষিণ এশিয়া গ্যালারির ৩৩নং কক্ষে এটি রাখা হয়েছে। সেতারটি রবিশঙ্করের বিশেষ প্রিয় ছিল। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, রবিশঙ্করের জীবন ও কর্মের ইতিহাস সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়াই তাদের লক্ষ্য। -ইন্ডিয়া টুডে
×