ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওয়াজের সৌদি সফর নিয়ে বিরোধীদলের নানা সন্দেহ

প্রকাশিত: ০৬:১৫, ৩১ ডিসেম্বর ২০১৭

নওয়াজের সৌদি সফর নিয়ে বিরোধীদলের নানা সন্দেহ

সৌদি আরব সম্ভবত পাকিস্তানী রাজনীতির কেন্দ্রস্থলে পরিণত হচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ শনিবার সৌদি আরব সফরে গেছেন। তার ভাই শাহবাজ শরীফ ও রেলওয়েমন্ত্রী খাজা সাদ রফিক আগেই সেখানে পৌঁছেছেন। তাদের এ তৎপরতা সন্দেহের উদ্রেক করছে। খবর ডন অনলাইনের। শরীফ জেদ্দাগামী ফ্লাইটে শনিবার সৌদি আরব পৌঁছেছেন। শনিবার সারগোদায় এক জনসভায় ভাষণ দেয়ার কথা ছিল তার। সৌদি আরবে তার কর্মসূচীর জন্য জনসভাটি ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এর মধ্যেই রাষ্ট্রীয় সফরে সৌদি আরব রয়েছেন। সৌদি সরকার দেশটি সফরের জন্য বুধবার মুখ্যমন্ত্রীর জন্য একটি বিশেষ বিমান পাঠান। তার বড় ভাই নওয়াজ শরীফের সফরের ভিত্তি প্রস্তুতির জন্যই তিনি আগেই চলে গেছেন বলে মনে করা হচ্ছে। নওয়াজ শরীফ বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানসহ শীর্ষ সৌদি নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করবেন এবং পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবেন। এক পারিবারিক বন্ধু এ কথা বলেছেন। কিন্তু বিস্তারিত কিছু বলেননি তিনি। জাতীয় পরিষদে বিরোধী দলীয় নেতা খুরিশদ শাহ বলেছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য বিদেশীদের সৌদি আরবে নিয়ে যাওয়া হচ্ছে। এ সফরের স্পষ্ট আলোচ্যসূচীর ঘাটতি থাকায় বিরোধী দল এ সফরকে সমস্যা জর্জরিত শরীফের জন্য ন্যাশনাল রিকনমিয়েলিয়েশন অর্ডিন্যান্স (এনআরও) আদায়ের উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে। শরীফকে আদালতে কয়েকটি মামলায় এবং রাজনৈতিক ক্ষেত্রে বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা খুরশিদ শাহ শরীফের সৌদি আরব সফরের বিরোধিতা করে বলেছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য বিদেশীদের আমন্ত্রণ জানিয়ে একটি পরমাণু শক্তিসম্পন্ন দেশকে উপহাস করার সামিল দেশটির এ উদ্যোগ। তিনি লাহোরে বলেন, এটা মনে হয় ক্ষমাপ্রার্থনা বিষয়ক কিছু। এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে আমি মনে করি আমাদের আদালতগুলো বন্ধ করে দিয়ে বাড়িতেই বসে থাকতে হবে আমাদের।
×