ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুগাবের জন্য অবসর প্যাকেজ অনুমোদন

প্রকাশিত: ০৫:৫৪, ৩১ ডিসেম্বর ২০১৭

মুগাবের জন্য অবসর প্যাকেজ অনুমোদন

জনকণ্ঠ ডেস্ক ॥ জিম্বাবুইয়ের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট রবার্ট মুগাবে সরকারী অর্থায়নে এক নতুন অবসর প্যাকেজের অংশ হিসেবে একটি বাড়ি, একটি গাড়িবহর ও ব্যক্তিগত বিমান ভ্রমণের সুবিধা পাচ্ছেন। রাষ্ট্রীয় মিডিয়া বৃহস্পতিবার এ কথা বলেছে। খবর এএফপির। দ্য হেরাল্ড সংবাদপত্রে প্রকাশিত এক খবরে বলা হয়, মুগাবেকে ৬ নিরাপত্তা প্রহরীসহ অন্তত ২০ জন স্টাফ দেয়া হবে। তাদের সবার বেতন দেয়া হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে। দেশটির নতুন প্রেসিডেন্ট এমারসন নানগা গাওয়া বুধবার মুগাবের জন্য এ পর্যাপ্ত সুবিধা প্রদানের কথা ঘোষণা করেন। গত মাসে জনরোষের চাপে পদচ্যুত ৯৩ বছর বয়স্ক মুগাবেকেই প্রথমবারের মতো এ সুবিধা দেয়া হলো। আর্থিক সুবিধা প্রদান বিষয়ে বিস্তারিত জানা না গেলেও দেশের শাসনতন্ত্র অনুযায়ী একজন সাবেক প্রেসিডেন্ট ক্ষমতাসীন প্রেসিডেন্টের বেতনের সম পরিমাণ পেনশন পাওয়ার কথা। স্থানীয় নিরপেক্ষ মিডিয়া গত মাসে বলেছে যে, পদত্যাগে সম্মত করার চুক্তির অংশ হিসেবে তাকে ১ কোটি মার্কিন ডলার অবসর বোনাস অনুমোদন করা হয়েছে। সরকার অবশ্য তা অস্বীকার করেছে। নতুন প্যাকেজের অংশ হিসেবে মুগাবেকে তিনটি গাড়ি দেয়া হবে। একটি এম ৫০০ সিরিজের মার্সিডিস বেঞ্জ বা এ শ্রেণীর একটি সেডান, একটি অল-টেরেইন স্টেশন ওয়াগন ও একটি পিকআপ ভ্যান। এগুলো প্রতি পাঁচ বছর পর পরিবর্তন করে দেয়া হবে। সরকার এসব যানবাহনের জ্বালানির ব্যয়ও বহন করবে। মুগাবে ও তার স্ত্রী কূটনৈতিক পাসপোর্ট পাবেন। এ দম্পতি জিম্বাবুইয়ে চারটি প্রথম শ্রেণীর বিমান ও ট্রেন ভ্রমণের সুযোগ পাবেন এবং একটি ব্যক্তিগত বিমানে চারবার বিদেশ সফর করতে পারবেন। মুগাবেকে রাজধানী হারারেতে যে কোন স্থানে একটি সম্পূর্ণ ফার্নিশড সরকারী বসভবন দেয়া হবে। এ সাবেক নেতা, তার স্ত্রী ও নির্ভরশীল সদস্যদের জন্য স্বাস্থ্যবীমার সুবিধা থাকছে। সামরিক বাহিনীর হস্তক্ষেপের প্রেক্ষাপটে মুগাবেকে তার দল বহিষ্কার করলে এবং পার্লামেন্ট তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রক্রিয়া শুরু করলে তিনি ২১ নবেম্বর পদত্যাগ করেন। দীর্ঘ ৩৭ বছরের শাসনে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার, নির্বাচনে জালিয়াতি ও অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ রয়েছে। মুগাবের দীর্ঘদিনের সহযোগী নানগা গাওয়াকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
×