ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাইড ছাড়া এভারেস্ট আরোহণ নিষিদ্ধ

প্রকাশিত: ০৫:৫৩, ৩১ ডিসেম্বর ২০১৭

গাইড ছাড়া এভারেস্ট আরোহণ নিষিদ্ধ

জনকণ্ঠ ডেস্ক ॥ বিদেশী পর্বতারোহীদের এখন থেকে গাইড ছাড়া মাউন্ট এভারেস্টে আরোহণ করতে দেয়া হবে না। পর্বতারোহীদের আরও অধিক সুরক্ষা দিতে নেপাল সরকার নতুন একটি আইন প্রণয়ন করেছে বলে শনিবার জানায় বিবিসি। ওই আইন অনুযায়ী বিদেশী পর্বতারোহীদের অবশ্যই সঙ্গে একজন গাইড নিতে হবে, যা নেপালী গাইডদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে বলে আশা দেশটির পর্যটন কর্তৃপক্ষের। নতুন আইনে অন্ধ এবং দুই পা নেই এমন ব্যক্তিদের পর্বতারোহণও নিষিদ্ধ করা হয়েছে বলে বিবিসিকে জানান নেপালের পর্যটন বোর্ডের এক কর্মকর্তা। তিনি জানান, দুর্ঘটনার হার কমাতেই নেপাল সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এ বছর রেকর্ড সংখ্যক পর্বতারোহী বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের চেষ্টা করেছে। যদিও পর্বতারোহণের সময় হতাহতের সংখ্যা অন্যান্য বছরে মতোই ছিল। এই মৌসুমে এখন পর্যন্ত ছয় পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে এভারেস্ট জয়ের রেকর্ডধারী নেপালের মিন বাহাদুর শেরচানও (৮৫) রয়েছেন। ২০০৮ সালে ৭৩ বছর বয়সে এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় উঠে রেকর্ড গড়েন মিন বাহাদুর। ওই রেকর্ড নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি এ বছর আবারও এভারেস্ট জয়ের চেষ্টা করেছিলেন। ‘সুইস মেশিন’ নামে পরিচিত সুইজারল্যান্ডের পর্বতারোহী উয়েলি স্টেকও (৪০) এ বছর ৩০ এপ্রিল একা এভারেস্টের চূড়ায় ওঠার সময় পড়ে গিয়ে মারা যান। কোন অক্সিজেন সিলিন্ডার সঙ্গে না নিয়েই তিনি নতুন পথে এভারেস্ট জয়ের চেষ্টা করেছিলেন। অন্ধদের পর্বতারোহণে নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেপাল সরকারের সমালোচনা হচ্ছে।
×