ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার সময় মাটি ধসে ৩ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৩, ৩১ ডিসেম্বর ২০১৭

রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার সময় মাটি ধসে ৩ শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, ৩০ ডিসেম্বর ॥ রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় পাহাড় ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে সংরক্ষিত সরকারী পাহাড়ে মাটি কাটার সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহতরা হলেন আমির আলী (৩৫), দিদারুল আলম (৩২) ও মোহাম্মদ রাকিব (১২)। তারা মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ জানান, পাচারকারী সিন্ডিকেটের পাহাড় কেটে মাটি সরবরাহ ব্যবসা ইদানীং এখানে রমরমা হয়ে উঠেছে। কয়েকটি সিন্ডিকেট সরকারী পাহাড় কেটে বিভিন্ন স্থানে ভরাট কাজে এবং ইটরভাঁটিতে মাটি সরবরাহ করে আসছে। তিনি জানান, ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মোহাম্মদপুর লেলিংগা পাহাড়ে ধসের ঘটনায় আমার এলাকার তিন নিরীহ দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিচের দিক থেকে মাটি কাটার সময় ওপর থেকে পাহাড় ধসে পড়লে তারা মাটির নিচে চাপা পড়ে। মাটি কাটার যন্ত্র স্কেভেটর দিয়ে মাটি সরিয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মোহ্ম্মাদ আহসানুল কাদের ভুঁইয়া জানান, নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
×