ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনে হস্তক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

প্রকাশিত: ০৫:৫০, ৩১ ডিসেম্বর ২০১৭

নির্বাচনে হস্তক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

জনকণ্ঠ ডেস্ক ॥ রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সরকার সেদেশের আসন্ন নির্বাচনে হস্তক্ষেপ না করার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে। খবর হাফিংটন পোস্ট/ইয়াহু নিউজের। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ সপ্তাহে যুক্তরাষ্ট্রকে তার দেশের নির্বাচন প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপের দায়ে অভিযুক্ত করেছেন। মার্কিন পররাষ্ট্র দফতর রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও দুর্নীতিবিরোধী আন্দোলনের সোচ্চার কণ্ঠ আলেক্সি নাভালনিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার রুশ প্রশাসনিক সিদ্ধান্তের সমালোচনা করায় পুতিন সরকারের পক্ষ থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হলো। মার্কিন পররাষ্ট্র বিভাগের অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্র প্রদত্ত বিবৃতিতে স্বাধীন মতামত প্রকাশের বিরুদ্ধে বিশেষ করে সাংবাদিক থেকে সুধী সমাজ, মানবাধিকার কর্মী ও বিরোধী রাজনীতিকদের বিরুদ্ধে রুশ প্রশাসনের বর্তমান দমন পীড়নের সমালোচনা করা হয়। মার্কিন পররাষ্ট্র দফতর থেকে আরও জানানো হয় যে, আমরা রুশ সরকারের প্রতি একটি অবাধ, স্বচ্ছ ও মুক্ত পরিবেশের নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছিলাম যাতে সাধারণ মানুষের স্বাধীন মতামতের প্রতিফলন ঘটবে এবং তা আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতির প্রতিক্রিয়ায় মারিয়া জাখারোভা বলেন, মার্কিন প্রশাসনের এ ধরনের আচরণের মাধ্যমে নিশ্চিতভাবে আমাদের নির্বাচনী প্রক্রিয়া এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে। জাখারোভার এই বক্তব্য চলতি সপ্তাহে প্রকাশিত রাষ্ট্রীয় মালিকানাধীন তাস সংবাদ সংস্থাসহ কয়েকটি সংবাদপত্রে ছাপা হয়েছে। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয় নিয়ে বিশেষ উপদেষ্টা রবার্ট মুলারের তত্ত্ব¡াবধানে চলমান তদন্ত কাজের সময় মারিয়া জাখারোভার এই অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলো। আগামী মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে চতুর্থবারের মতো ভøাদিমির পুতিনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় অবধারিত। কারণ পুরো রুশ প্রশাসন তাকে জয়ী করার লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছে। তার একমাত্র প্রবল প্রতিদ্বন্দ্বী আলেক্সি নাভালনিকে দুর্নীতির অভিযোগ এনে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। সরকারের এই পদক্ষেপকে নাভালনি ও তার সমর্থকরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রচার করছেন। নাভালনি তার প্রতি এই ধরনের আচরণের প্রতিক্রিয়ায় এক ভিডিও বার্তায় বলেন, এবার রাশিয়ায় কোন অংশগ্রহণমূলক নির্বাচন হবে নাÑ কারণ ভøাদিমির পুতিন আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকে ভয়ের চোখে দেখেন। সেজন্য নির্বাচনে আমার প্রার্থিতা ও তালিকাভুক্তির কাগজপত্র প্রত্যাখ্যান করার জন্য পুতিন নির্বাচন কমিশনে কর্মরত তার চাকরদের নির্দেশ দিয়ে রেখেছেন। নিউইয়র্ক টাইমসে প্রকাশিত সর্বশেষ খবরে জানা গেছে যে, আলেক্সি নাভালনি নির্বাচন বয়কটের জন্য দেশবাসীর প্রতি যে আহ্বান জানাচ্ছেন তা থেকে বিরত না হলে তার বিরুদ্ধে পুতিন সরকারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকি দেয়া হয়েছে।
×