ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে, বেড়েছে ফেলের সংখ্যা

প্রকাশিত: ০৫:৪৯, ৩১ ডিসেম্বর ২০১৭

শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে, বেড়েছে ফেলের সংখ্যা

স্টাফ রিপোর্টার ॥ জেএসসি ও জেডিসি পরীক্ষায় এবার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমে আসার পাশাপাশি বেড়েছে শতভাগ ফেল করা বিদ্যালয়ের সংখ্যা। এবার ৫ হাজার ২৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। আর ৫৯টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি। প্রাথমিক সমাপনীতেও এবার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমে আসার পাশাপাশি বেড়েছে শতভাগ ফেল করা বিদ্যালয়ের সংখ্যা। দুই পরীক্ষার ফল বিশ্লেষণে দেখা গেছে, গত বছর জেএসসি জেডিসিতে ৯ হাজার ৪৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছিল। আর ২৮টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছিল। এই হিসেবে এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা চার হাজার ১৭১টি কমেছে। আর সব শিক্ষার্থী ফেল করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩১টি। জেএসসিতে এবার ঢাকা বোর্ডের ৫২৯টি, রাজশাহীর ১ হাজার ৩৫টি, কুমিল্লার ৬১টি এবং যশোর বোর্ডের ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। চট্টগ্রাম বোর্ডের ৯০টি, বরিশালে ৮১২টি, সিলেটে ১৭১টি, দিনাজপুর বোর্ডের ৫৮০টি এবং মাদ্রাসা বোর্ডের এক হাজার ৭২০টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। মাদ্রাসা বোর্ডের ২৫টি, দিনাজপুর বোর্ডের ১৩টি, যশোরের নয়টি, ঢাকার ছয়টি, রাজশাহীর পাঁচটি এবং কুমিল্লা বোর্ডের একটি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী জেএসসি-জেডিসিতে অংশ নিয়েও পাস করতে পারেনি। এদিকে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ৭৪ হাজার ৫৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে, কেউ পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠান ৪৪৫টি। গত বছর এ পরীক্ষায় ৯৩ হাজার ৬৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। আর সব শিক্ষার্থী ফেল করেছিল ৮১টি প্রতিষ্ঠান থেকে। এই হিসাবে এবার পঞ্চমের সমাপনীতে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৯ হাজার ১১৯টি। আর শতভাগ শিক্ষার্থী ফেল করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩৬৪টি। প্রাথমিকে ৬৬ হাজার ২২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে, আর ৩৬০টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। গত বছর প্রাথমিকে ৮৫ হাজার ১১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছিল। আর ৫৫টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। অন্যদিকে ইবতেদায়িতে এবার ৮ হাজার ৩৩২টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে, ৮৫টি মাদ্রাসায় কেউ পাস করতে পারেনি। গত বছর ইবতেদায়িতে ৮ হাজার ৫৬৭টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে, ২৬টি মাদ্রাসায় কেউ পাস করতে পারেনি।
×