ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রেমিটেন্স প্রবাহ কমার কারণ অনুসন্ধান করা হচ্ছে ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৯, ৩১ ডিসেম্বর ২০১৭

রেমিটেন্স প্রবাহ কমার কারণ অনুসন্ধান করা হচ্ছে ॥ অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে যে হারে প্রবাসীর সংখ্যা বেড়েছে, সেই তুলনায় রেমিটেন্স বাড়েনি। সরকার রেমিটেন্সের প্রবাহ কমে যাওয়ার কারণ অনুসন্ধান করছে। শীঘ্রই এর ফল পাওয়া যাবে। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা (এনআরবি) দেশের সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে তাদের এই ভূমিকার সঠিক মূল্যায়ন করা হয় না। তথ্য প্রযুক্তির (আইসিটি) প্রভাবে সমাজ খুব দ্রুত বদলাচ্ছে। পরিবর্তিত বাস্তবতায় প্রবাসীরা দেশের কল্যাণে আরও বেশি ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন। বেসরকারী উদ্যোগে প্রথমবারের মতো উদযাপিত ‘এনআরবি দিবসের’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ অনুষ্ঠানের আয়োজন করে স্কলার্স বাংলাদেশ ফাউন্ডেশন। আয়োজক সংগঠনের উপদেষ্টা ড. এ কে মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়কারী আবুল কালাম আজাদ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কলার্স বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এম. ই চৌধুরী শামীম, সিইও দিলারা আফরোজ খান রূপা, প্রবাসী ড. নুরুন নবী, ব্রিটিশ-আমেরিকান চেম্বার অব বাংলাদেশের প্রেসিডেন্ট এনাম আলী প্রমুখ। প্রবাসী বাংলাদেশিরা মেধা ও শ্রম দিয়ে বিভিন্ন উপায়ে বাংলাদেশের উন্নয়নে কাজ করছেন। তাদের এই অবদানের স্বীকৃতি দিতে স্কলার্স বাংলাদেশ ফাউন্ডেশন ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি দিবস পালন করছে। দিবসটি যাতে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, অনুষ্ঠানে সে দাবিও জানিয়েছে এ সংগঠন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী দুর্নীতি প্রতিরোধে আইসিটির কার্যকর ব্যবহারের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, আইসিটি এই যুগে সোশাল ইনস্ট্রুমেন্ট বদলে যাচ্ছে। দুর্নীতি প্রতিরোধে প্রচলতি ধারার প্রতিষ্ঠান দিয়েও ভালো ফল পাওয়া যাচ্ছে না। তবে আইসিটি এক্ষেত্রে বেশ ভালো ফল দিচ্ছে। উদাহারণ হিসেবে তিনি সিলেটের একটি কলেজে ভর্তিতে আয় বাড়ার ঘটনা উল্লেখ করেন। অর্থমন্ত্রী বলেন, কলেজটির বার্ষিক আয় ছিল মাত্র ৮ লাখ টাকা। শিক্ষার্থী ভর্তিতে ১০০ টাকা পাওয়ার কথা থাকলে কলেজ পেত মাত্র ২০ টাকা। বাকি ৮০ টাকা ‘বড় ভাইয়েরা’ নিয়ে যেত। অনলাইনে ভর্তি চালু হওয়ার পরের বছরই এ চিত্র পাল্টে গেছে। এক বছরে কলেজের আয় ৮ লাখ থেকে ৮০ লাখ টাকায় উন্নীত হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, আগামী বছর বাংলাদেশে ২৭ থেকে ৩০ ডিসেম্বর চার দিনব্যাপী তৃতীয় ‘এনআরবি-পিবিও (পিপল অব বাংলাদেশি অরিজিন) সম্মেলন’ অনুষ্ঠিত হবে। এছাড়া এনআরবি দিবসের আনুষ্ঠানিকতা পালনের পাশাপাশি নয়টি ক্যাটাগরিতে (এনআরবি এবং পিবিও) মোট ১৭ জনকে ‘স্কলার অব দ্য ইয়ার’ ঘোষণা করা হবে। নয়টি ক্যাটাগরি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্মাননা স্মারক, তাজউদ্দীন আহমদ সম্মাননা স্মারক, প-িত রবি শংকর ও জর্জ হ্যারিসন সম্মাননা স্মারক, ড. কুদরত-ই-খুদা সম্মাননা স্মারক, এফ আর খান সম্মাননা স্মারক, আর পি সাহা সম্মাননা স্মারক, ডাঃ মোহাম্মদ ইব্রাহিম সম্মাননা স্মারক, স্যামসন এইচ চৌধুরী সম্মাননা স্মারক ও ফজলে হাসান আবেদ সম্মাননা স্মারক। অন্য সম্মাননাগুলো প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশী বংশোদ্ভূতরা পেলেও ফজলে হাসান আবেদ সম্মাননা স্মারক পাবেন বাংলাদেশে বসবাসরত বিদেশী নাগরিকেরা। কেননা সমাজ উন্নয়নে তাদের অবদানও কম নয়।
×