ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন আতিকুল ইসলাম

প্রকাশিত: ০৫:৪৮, ৩১ ডিসেম্বর ২০১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন আতিকুল ইসলাম

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে আলোচনার শীর্ষে থাকা পোশাকশিল্প প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজেএমইএ) সাবেক সভাপতি আতিকুল ইসলাম। সাক্ষাত শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘ডিএনসিসি’র উপ-নির্বাচনে আমাকে যদি আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন দেয়া হয়, তাহলে আমি নির্বাচন করব।’ শনিবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এই ব্যবসায়ী নেতা। কিছু সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। সাক্ষাত শেষে বেরিয়ে যাওয়ার সময় আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গিয়েছিলাম। সাক্ষাতকালে মেয়র পদে মনোনয়নের বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় দল। দলটিতে মনোনয়নের একটি পদ্ধতি রয়েছে, নিয়ম রয়েছে। আমি কাজ করছি। দল থেকে যদি মনোনয়ন দেয়, তাহলে আমি নির্বাচন করব। সাক্ষাতে কী কথা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ডিএনসিসি মেয়র পদে উপ-নির্বাচনের জন্য বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করার বিষয়টি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিকে অবহিত করেছি। তবে আতিকুল ইসলামের ঘনিষ্ঠ বলে পরিচিত একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, সাক্ষাতকালে প্রধানমন্ত্রী মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী আতিকুল ইসলামকে প্রচার চালিয়ে যাওয়ার কথা বলেছেন। প্রসঙ্গত, সম্প্রতি ডিএনসিসি উপ-নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত জানানোর পরপরই আওয়ামী লীগ থেকে প্রার্থী হিসেবে অনেকের নামই আলোচনায় আসে। তবে আওয়ামী লীগ থেকে আতিকুল ইসলামকে মেয়র পদে মনোনয়নের বিষয়ে ইঙ্গিত দেয়া হয়েছে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে। এরই পরিপ্রেক্ষিতে তিনি ইতোমধ্যে নগরীতে গণসংযোগ শুরু করেছেন। মনোনয়নের আগে নৌকা ব্যবহারের সুযোগ নেই- ওবায়দুল কাদের ॥ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দল মনোনয়ন দেয়ার আগে কারও নৌকা প্রতীক ব্যবহারের সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কেউ ব্যবহার করলে আওয়ামী লীগ সেটি খতিয়ে দেখবে। শনিবার বিকেলে মোহাম্মদপুর বিআরটিসি ডিপো পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম ডিএনসিসি নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী দাবি করে প্রচার চালাচ্ছেন। বিষয়টি নিয়ে দলের সাধারণ সম্পাদকের মন্তব্য জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমরা বিএনপির মতো নই যে বাবা ছেলের নাম ঘোষণা করবে। তিনি বলেন, মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই। ইউনিয়ন চেয়ারম্যানের ক্ষেত্রেও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেয়। আমাদের মনোনয়ন বোর্ড প্রার্থী দেবে। সিডিউল ঘোষণার পর এ সিদ্ধান্ত নেয়া হবে। এখানে কেউ হয়তো নৌকা প্রতীক ব্যবহার করে ব্যানার লাগিয়েছেন। সেটা আমরা খতিয়ে দেখব।
×