ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

থার্টিফার্স্টের অনুষ্ঠান করতে হবে চার দেয়ালের মধ্যে

প্রকাশিত: ০৫:৪৬, ৩১ ডিসেম্বর ২০১৭

থার্টিফার্স্টের অনুষ্ঠান করতে হবে চার দেয়ালের মধ্যে

স্টাফ রিপোর্টার ॥ ইংরেজী বছরের শেষ দিন থার্টিফার্স্ট নাইটে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ও অভিজাত এলাকায় যান চলাচল বন্ধ থাকবে। চার দেয়ালের মধ্যে উৎসব আয়োজন করতে হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার পুলিশের মিডিয়া সেন্টারে থার্টিফার্স্টের নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। ডিএমপি কমিশনার জানান, নতুন বছরের প্রথম প্রহর (থার্টিফার্স্ট) এবার পুলিশের বিশেষায়িত স্পেশাল ওয়েপুন এ্যান্ড ট্যাকটিক্স (সোয়াট) ইউনিট বিশেষ নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এই বাহিনীটি মূলত জঙ্গী দমনসহ পুলিশের বিশেষ অপারেশনে অংশ নেয়। আছাদুজ্জামান মিয়া জানান, রাজধানীর কোন উন্মুক্ত স্থানে নাচ, গান, কনসার্ট এমনকি কোন অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। বাড়ির ছাদেও কোন অনুষ্ঠান করা যাবে না। তিনি জানান, তবে চার দেয়ালের মধ্যে উৎসব আয়োজন করতে পারবেন। অবশ্য অনুষ্ঠানের আগেই পুলিশকে তা জানাতে হবে। রাস্তায় যদি কেউ অপ্রীতিকর কাজ করে তাকে আইনের আওতায় আনা হবে। ডিএমপি কমিশনার জানান, ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তা কিংবা প্রকাশ্যে কোন ধরনের জমায়েত, সমাবেশ বা উৎসব করা যাবে না। নববর্ষ উদযাপন উপলক্ষে উন্মুক্ত স্থানে নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান বা সমবেত হওয়া যাবে না। তবে অনুমতিসাপেক্ষে কিছু পাঁচ তারকা হোটেল থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানের আয়োজন করা যাবে। আসাদুজ্জামান মিয়া লিখিত বক্তব্যে জানান, রাত আটটার পর হাতিরঝিল এলাকায় কেউ অবস্থান করবেন না। মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে সন্ধ্যা ছয়টার পর ঢাকা মহানগরীতে কোন বার খোলা রাখা যাবে না। কোথাও আতশবাজি বা পটকা ফোটানো যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী ও বারিধারা এলাকায় রাত আটটার পরে কোন বহিরাগত ব্যক্তি বা যানবাহন ঢুকতে দেয়া হবে না। শাহবাগ ও নীলক্ষেতের প্রবেশপথ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রবেশপথ বন্ধ থাকবে। হাইকোর্ট মোড় থেকে দোয়েল চত্বরের বাঁ পাশে মোড় নিয়ে চানখারপুল হয়ে অন্যান্য গাড়ি চলাচল করবে। তিনি বলেন, ওসব এলাকায় বসবাসকারীদের সন্ধ্যা ছয়টার মধ্যে নিজ নিজ এলাকায় ফিরে আসারও অনুরোধ জানানো হচ্ছে। আছাদুজ্জামান মিয়া জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি নির্ধারিত সময়ের পর পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে নীলক্ষেত ও শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে। রাত আটটার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভার্সিটির স্টিকার ছাড়া কোন গাড়ি প্রবেশ করতে দেয়া হবে না। তবে হেঁটে প্রবেশের ক্ষেত্রে আইডি কার্ড প্রদর্শন করতে হবে। গুলশান এলাকায় ঢুকতে কাকলী এবং আমতলী ক্রসিং উন্মুক্ত থাকবে। তিনি জানান, নগরবাসীর নিরাপত্তায় রাজধানীর বিভিন্ন স্থানে সোয়াট টিম থাকবে। যেসব স্থানে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হবে সেখানে ডগ স্কোয়াড দিয়ে আগেই সুইপিং করা হবে। প্রস্তুত থাকবে বম্ব ডিস্পোজাল ইউনিটও। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পর্যাপ্ত ইউনিফর্মধারী পুলিশ, সাদা পোশাকের ডিবির টিম, কাউন্টার টেররিজম সদস্য ও ডগ স্কোয়াড মোতায়েন করা হবে জানান ডিএমপি কমিশনার।
×