ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে দুই জেএসসি পরীক্ষার্থী ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৪:১৬, ৩০ ডিসেম্বর ২০১৭

চাঁদপুরে দুই জেএসসি পরীক্ষার্থী ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর ॥ জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) উত্তীর্ণ না হওয়ার কারণে চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার ফারজানা আক্তার (১৫) বিষপানে ও ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের ফেরদৌসি আক্তার (১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে ফল প্রকাশের পর উভয় ছাত্রীর নিজ বসতঘরে এসব ঘটনা ঘটে। ফারজানা চাঁদপুর শহরের প্রফেসর পাড়া মাঝী বাড়ীর দুলাল গাজীর কন্যা। সে শহরের পীর মহসীন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলো। ফেরদৌসী পাইকপাড় গ্রামের মানিক সরদারের কন্যা। সে পাইকপাড়া ইউজিপি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলো। নিহত ফারজানার স্বজনরা জানান, ফলাফল প্রকাশের পর সে বিষপানে করে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে ফেরদৌসি আক্তারের স্বজনরা জানান, ফেরদৌসি বিদ্যলয়ে ফলাফল ঘোষনায় জানতে পারে সে দুই বিষয়ে উত্তীর্ণ হয়নি। পরিবারের লোকজনের অজান্তে সে ঘরের কক্ষ বন্ধ করে সিলিং এর কাঠে গলায় উড়না পেছিয়ে আত্মহত্যা করে। তাকেও উদ্ধার করে সন্ধ্যায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুরুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তাদের ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানাযাবে বলে জানান চিকিৎসক।
×