ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনার সরকার আবার ক্ষমতায় আনতে হবে ॥ সোহাগ

প্রকাশিত: ০২:৫৯, ৩০ ডিসেম্বর ২০১৭

উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনার সরকার আবার ক্ষমতায় আনতে হবে ॥ সোহাগ

স্টাফ রিপোর্টার ॥ দেশের যে উন্নয়ন হয়েছে তা ধরে রাখতে হলে ২০২১ সালের মধ্যে মধ্যম এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র গড়ার যে ভিশন তা বাস্তবায়নের জন্য আবারো শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। শনিবার বাঞ্ছারামপুর উপজেলার, পৌর ও কলেজ ছাত্রলীগের সম্মেলনের বক্তব্যে এই আহ্বান জানান। সোহাগ বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে অথচ এ উন্নয়ন বিএনপির সহ্য হয়না। তারা মানুষ হত্যা করে, পুড়িয়ে মারে। বিএনপি নেত্রী ও তার কুপুত্র তারেক জিয়া যে দুর্নীতি করেছে তার উপযুক্ত জবাব আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জনগন দিবে। তিনি আরো বলেন, ছাত্র রাজনীতির পাশাপাশি ভালোভাবে লেখাপড়াও করতে হবে। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। দেশরত্ন শেখ হাসিনা ও ছাত্রলীগের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রতিটি নেতাককর্মীকে সজাগ থাকার আহ্বান জানান। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম। এছাড়াও সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার সভাপতি মো. সিরাজুল ইসলাম, যুব লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, উপজেলার চেয়ারম্যান মো. নুরুল ইসলামসহ প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ ও প্রধার বক্তা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাসেল মিয়া। এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আলামিন, মনির হোসেন, উপ সাংস্কৃতিক সম্পাদক শাহিন আলম, আন্তর্জাতিক সম্পাদক ইমরান খান, কুয়েত শাখার সভাপতি মনির হোসেন তুষার, সহ সম্পাদক মিল্টনসহ বাঞ্ছারামপুর উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×