ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওসমান খাজার ক্যাচ নিয়ে বিতর্ক

প্রকাশিত: ১৮:৩৮, ৩০ ডিসেম্বর ২০১৭

ওসমান খাজার ক্যাচ নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক ॥ বৃহস্পতিবারের এমসিজি মেতে ছিল ইংরেজ ওপেনার অ্যালিস্টার কুকের দ্বিশতরান নিয়ে। অ্যাশেজের চতুর্থ টেস্টের তৃতীয় দিন আরও একটি ঘটনা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রড ৫৬ রানের ইনিংস খেলেন। কুকের সঙ্গে জুটিতে ১০০ রান তোলেন। কিন্তু তার আউট নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। ব্রড অবশ্য আম্পায়ারের সিদ্ধান্ত মেনে মাঠ ছেড়ে চলে যান। কিন্তু কী হয়েছিল বৃহস্পতিবারের এমসিজিতে? অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ওসমান খাজা মিড উইকেটে ধরেন স্টুয়ার্ট ব্রডের ক্যাচ। যদিও ক্যাচটি পরিষ্কারভাবে ধরা হয়েছে কিনা তা ভিডিওতে স্পষ্ট বোঝা যায়নি। ব্রডের আউট নিয়ে ধারাভাষ্যকাররাও দ্বিধাবিভক্ত হয়ে যান। ভিডিওতে অবশ্য দেখা গেছে, খাজার আঙুলের উপরে রয়েছে বল। যা দেখে মনে হতে বাধ্য তিনি পরিষ্কারভাবেই ক্যাচটা নিয়েছেন। এরপরেই সন্দেহ বাড়ে?কারণ ক্যামেরার দুরূহ কোণ থেকে স্পষ্ট বোঝা যায়নি বলটি খোওয়াজার হাত থেকে পড়ে গিয়েছিল কিনা। আম্পায়ার অবশ্য ব্রডকে আউট ঘোষণা করেন। সিদ্ধান্ত মেনে ড্রেসিংরুমের দিকে পা বাড়ান ইংরেজ পেসার। তৃতীয় দিনের খেলার শেষে কুক অবশ্য জানান, ঘটনাস্থল থেকে ৮০ গজ দূরে ছিলাম। যার ফলে স্পষ্ট বোঝা যায়নি ক্যাচটি পরিষ্কার নেওয়া হয়েছে কিনা। তবে খাজাকে আমার সৎ ক্রিকেটার বলেই মনে হয়। রিপ্লের পর তো ব্রডকে আউট দেওয়া হল। যা আমার সতীর্থ মেনেও নিয়েছে।
×