ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কন্যা সন্তানের জন্ম দিলেই লাখ টাকা!

প্রকাশিত: ১৮:০৯, ৩০ ডিসেম্বর ২০১৭

কন্যা সন্তানের জন্ম দিলেই লাখ টাকা!

অনলাইন ডেস্ক ॥ ভারতের অনেক জায়গায় এখনো কন্যা সন্তানকে পরিবারের বোঝা হিসেবে গন্য করা হয়। কন্যা সন্তানের ভ্রুণ হত্যা করায় দেশটিতে নারী-পুরুষের অনুপাতেও ব্যবধান বাড়ছে। এই পরিস্থিতিতে নতুন একটি উদ্যোগ নেয়া হয়েছে ভারতের কর্নাটক রাজ্যে। নতুন বছরে রাজ্য কর্তৃপক্ষ কন্যা সন্তানের জন্মকে উদযাপন করবে। ৩১ ডিসেম্বর মধ্যরাত থেকে ১ জানুয়ারির প্রথম প্রহরে প্রথম যে কন্যা সন্তানটি জন্ম নেবে তার উচ্চশিক্ষা পর্যন্ত সমস্ত ব্যয় বহন করা হবে। এ জন্য ওই কন্যা ও কর্নাটকের ব্রুহাট ব্যাঙ্গালুরু মহানাগারা পালিকের কমিশনারের যৌথ ব্যাংক অ্যাকাউন্টে মোট পাঁচ লাখ রুপি রাখা হবে। সেখান থেকে যে মুনাফা আসবে তা দিয়েই ওই শিশুটির সব খরচ বহন করা হবে। সূত্র : এনডিটিভি
×