ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিসরে কপটিক গির্জায় হামলা ॥ নিহত ৯

প্রকাশিত: ০৭:২৮, ৩০ ডিসেম্বর ২০১৭

মিসরে কপটিক গির্জায় হামলা ॥ নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ মিসরের রাজধানী কায়রোয় কপটিক খ্রীস্টানদের একটি গির্জা ও বইয়ের দোকানে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১০ জন নিহত হয়েছেন। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। হামলাকারী দক্ষিণ কায়রোর হেলওয়ার শহরে মার মিনা গির্জায় ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় তার গুলিতে ছয় বেসামরিক নাগরিক ও এক পুলিশ নিহত হন। পুলিশ বন্দুকধারীকে আটক করেছে। বিবিসি ও আল-জাজিরা অনলাইনের খবরে বলা হয়, এর আগে হামলাকারী খ্রীস্টান মালিকানাধীন একটি বইয়ের দোকানে গুলি চালায়। সেখানে দুই ব্যক্তি নিহত হন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদা মেগাহেদ বলেন, হামলাকারীও নিহত হয়েছে। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তিনি নিহত হননি, তাকে আটক করা হয়েছে। দোহা ইনস্টিটিউটের নিরাপত্তা বিশ্লেষক ওমর আশাউর বলেন, গত তিন বছরে দুই হাজারেরও বেশি হামলার ঘটনা ঘটেছে।
×