ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এমপিওভুক্তির দাবি না মানলে কাল থেকে অনশনে যাবেন শিক্ষকরা

প্রকাশিত: ০৭:২৭, ৩০ ডিসেম্বর ২০১৭

এমপিওভুক্তির দাবি না মানলে কাল থেকে অনশনে যাবেন শিক্ষকরা

স্টাফ রিপোর্টার ॥ নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আগামীকাল রবিবার সকাল নয়টা থেকে আমরণ অনশন কর্মসূচী পাললের ঘোষণা দিয়েছেন। দেশের সরকার স্বীকৃত সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে তারা অনশন করবেন। শুক্রবার নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতারা বৈঠক করে এ কর্মসূচীর সিদ্ধান্ত নেন। বৈঠক শেষে ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী বলেন, কোন আশ্বাস নয়, এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন থেকে তারা সরে দাঁড়াবেন না। দাবি আদায়ের জন্য এ পর্যন্ত ২০ বার অবস্থান কর্মসূচী পালন করা হয়, প্রতিবারই সরকার শুধু আশ্বাসই দিয়েছে। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন ছাড়াও কঠিন থেকে কঠিনতর কর্মসূচী দেয়া হবে। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের লাগাতার অবস্থান কর্মসূচী ২৬ ডিসেম্বর মঙ্গলবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ফুটপাথে ও রাস্তায় শুরু হয়। শুক্রবার ছিল কর্মসূচীর চতুর্থ দিন। ফুটপাথে অবস্থান নেয়া শিক্ষক-কর্মচারীরা বেশ ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন। তারা বলেন, এখন পর্যন্ত আনুষ্ঠানিক অনশন কর্মসূচী শুরু না হলেও আন্দোলনকারী অনেকেই প্রায় না খেয়ে আছেন।
×