ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুম্বাইয়ে বাণিজ্যিক ভবনে আগুন ॥ মৃত ১৫

প্রকাশিত: ০৬:৫৭, ৩০ ডিসেম্বর ২০১৭

মুম্বাইয়ে বাণিজ্যিক ভবনে আগুন ॥ মৃত ১৫

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের একটি বাণিজ্যিক ভবনে বৃহস্পতিবার মধ্যরাতে অগ্নিকান্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। খবর এএফপি, টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির। লোয়ার প্যারেল এলাকার কমলা মিলস নামে ওই বাণিজ্যিক ভবনে একটি রেস্তরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে। যদিও টাইমস অব ইন্ডিয়াসহ কয়েকটি সংবাদ মাধ্যমে মৃতের সংখ্যা ১৪ জানালেও পরে এই সংখ্যাটি বেড়ে ১৫ হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার সময় ওই ভবনে ৫০ জনের মতো লোক ছিল। মৃতদের মধ্যে ১২ জন নারী এবং তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। আগুন নেভাতে কাজ করছে দমকলবাহিনী। সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে ছয়টি উদ্ধারকারী দল, চারটি পানির ট্যাঙ্কার, জরুরী এম্ব্যুলেন্স ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। চারতলা ওই ভবনে বিভিন্ন বহুজাতিক সংস্থা ও গণমাধ্যমের কার্যালয় রয়েছে। ভবনের তৃতীয় তলায় থাকা মোজে লাউঞ্জ নামে রেস্তরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। নিহতদের বেশিরভাগ ওই রেস্তরাঁয় একটি জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলেন। ধোঁয়ায় দম আটকে তাদের মৃত্যু হয়।
×