ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উন্নতমানের প্রযুক্তি সেবা দিতে ইসাব কমিটি গঠন

প্রকাশিত: ০৬:০২, ৩০ ডিসেম্বর ২০১৭

উন্নতমানের প্রযুক্তি সেবা দিতে ইসাব কমিটি গঠন

আইটি ডটকম ডেস্ক ॥ দেশের মানুষকে আধুনিকমানের ও বিশ্বসেরা ফায়ার সেফটি ও সিকিউরিটি প্রযুক্তি নিয়ে ইসাব চলতি বছরের কমিটি ঘোষণা করেছে। গত অক্টোবর ২০১৭ তারিখে ইলেক্ট্রোনিক্স সেফ্্টি এন্ড সিকিউরিটি এসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) -এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ইসাব বাংলাদেশের একটি স্বনামধন্য ফায়ার সেফটি ও সিকিউরিটি প্রযুক্তি বিষয়ক সেবা প্রদানকারী ব্যবসায়িক সংগঠন যার বিস্তৃতি দেশ জুড়ে এবং দেশের বাইরেও। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কার্যনির্বাহী পর্ষদ ২০১৭-১৯ দুই বছর মেয়াদি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোতাহার হোসেন খান সভাপতি, মোহাম্মদ মনজুর আলম ও মতিন খান সহ-সভাপতি, নাজমুল হুদা সাধারণ সম্পাদক, এম. মাহমুদুর রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোঃ কায়সার রিজভী কোষাধক্ষ্য পদে নির্বাচিত হন। পরিচালক পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন সাইফুল হক কামাল, জহিরউদ্দিন বাবর, জাকির উদ্দিন আহমেদ, মোহাম্মাদ মাহমুদ, মোঃ নিয়াজ আলী চিশ্্তী, মোহাম্মদ শাহজাহান, মোঃ ওয়াহিদ উদ্দিন, এস, এম, গোফরানুল হক এবং মোঃ মাহমুদ-ই-খোদা। ইসাব সম্পর্কে জনকণ্ঠের প্রতিনিধিকে ইসাবের বর্তমান কমিটির প্রচার সম্পাদক ও জেডএম ইন্টারন্যাশনালের কর্নধার মোহাম্মদ জাকির উদ্দিন আহমেদ জানান যে, তাদের এবারের মেলায় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় প্রধান অতিথি করার ইচ্ছে আছে। তিনি আরও জানান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ইসাব আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশকে নতুন ফায়ার সেফটি ও সিকিউরিটি সেবা প্রদান করবে।
×