ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এসো রোবট বানাই হাতে-কলমে

প্রকাশিত: ০৬:০২, ৩০ ডিসেম্বর ২০১৭

এসো রোবট বানাই হাতে-কলমে

আইটি ডটকম প্রতিবেদক ॥ রোবট ও রোবটিক্স নিয়ে আমাদের শিক্ষার্হীদের আগ্রহকে আরও এগিয়ে নিতে, নিজে হাতে রোবটিক্সের নানা প্রকল্পগুলো বুঝেশুনে সম্পন্ন করতে পারার জন্য প্রকাশক এসএমএ কবীর হাসান উদ্যোগ নেন ‘এসো রোবট বানাই; রোবটিক্সের শুরু’ বইটি প্রকাশের। বইটি লিখেছেন রোবটিক্সের প্রশিক্ষণ করিয়ে খ্যাতি অর্জন করা আসিফ আহমেদ নিলয়। বইয়ের প্রথম অধ্যায়ে রোবট, রোবটিক্স, বিভিন্ন ধরনের রোবট এবং তাদের তুলনামূলক বিষয়গুলো তুলে ধরা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে রোবটিক্সের শুরুর কথা। তৃতীয় অধ্যায়ে রোবটিক্স সিস্টেম নিয়ে একটু সূচনাপর্বের পরই বিস্তারিত আলোচনা এসেছে ইলেক্ট্রিক সার্কিট নিয়ে; ভিসিসি, জিএনডি, এনেবল, পাওয়ার সাপ্লাই, ওয়ারিং, ডিজিটাল মাল্টিমিটার, সার্কিট ডায়াগ্রাম নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা রয়েছে এতে। কন্ট্রোলার সার্কিটগুলোর কাজ করতে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় কয়েকটি আরডুইনো বোর্ড এবং রাসবেরি-পাই-থ্রির ফিচার, বিভিন্ন অংশের কাজ, পারস্পরিক ব্যবহারিক তুলনার সচিত্র উপস্থাপন রয়েছে চতুর্থ অধ্যায়ে। ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) অপারেশন, ডায়োড, ট্রানজিস্টর, মাইক্রো প্রসেসর, আরডুইনোর সঙ্গে ব্যবহৃত জনপ্রিয় সার্কিটগুলোর কার্যপদ্ধতি ও প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে পঞ্চম অধ্যায়ে। মাইক্রো কন্ট্রোলারস এর বৈশিষ্ট্য, প্রকারভেদ, প্রয়োগ, রোবটিক্সের ব্যবহার নিয়ে সাজানো মাইক্রো কন্ট্রোলার্স এ্যান্ড ড্রাইভারস নামে বইটির ষষ্ঠ অধ্যায়। ইলেক্ট্রনিক্স এবং রোবটিক্সে মডিউলস ও ড্রাইভারস নিয়ে বিস্তারিত আলোচনায় শেষ হয়েছে সপ্তম অধ্যায়ের। অষ্টম অধ্যায়ের আলোচনায় রয়েছে কমান্ড প্রসেসিং তথা আরডুইনো সফটওয়ার ও বোর্ড ড্রাইভারস ডাউনলোড ও ইন্সটলমেন্ট, প্রোগ্রাম আপলোড, ফাংশনগুলো নিয়ে। রোবটিক্স কিটস, সফটওয়্যার টুলস ও কোডিং প্রসেসের জন্য কয়েকটি প্রয়োজনীয় উৎস নির্দেশিত হয়েছে নবম অধ্যায়ে। প্রয়োজনীয় উপকরণ, কর্মধাপ, কোডিংসহ এলইডি ব্লিংক থেকে শুরু করে অবস্টাকল এভোয়ডার রোবট, এন্ড্রোয়েড ফোন নিয়ন্ত্রিত (বুটুথ কন্ট্রোলড) কার, লাইন ফলোয়ার রোবটসহ ১০টি আরডুইনো প্রজেক্ট বর্ণণা করা হয়েছে দশম তথা শেষ অধ্যায়ে। শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের করা বইগুলোর পৃষ্ঠার আকারে) ১৩২ পৃষ্ঠায় সম্পন্ন। সুনির্ধারিত বিক্রয় মূল্য : ৩০০ টাকা (নিজ ঠিকানায় পেতে ডাক ফিসহ ৩৫০ টাকা)। পিনাকল মিডিয়া, কক্ষ ২৪৫, তল ২, কম্পিউটার সিটি সেন্টার, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা। ফেসবুক ফ্যানপেজ- facebook.com/esorobotbanai
×