ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোবাইল ফোনে ছবি বানিয়ে সেরা পরিচালক

প্রকাশিত: ০৬:০১, ৩০ ডিসেম্বর ২০১৭

মোবাইল ফোনে ছবি বানিয়ে সেরা পরিচালক

আইটি ডটকম প্রতিবেদক ॥ বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘আ পেয়ার অব স্যান্ডেল’ অংশ নিয়েছিল তুরস্কের ছবি মেলায়। সেখানকার আনকারায় অনুষ্ঠিত হাক-ইস স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ছবিটির নির্মাতা জসিম আহমেদ জিতে নিয়েছেন সেরা পরিচালকের খেতাব। ৪ মিনিট ১৩ সেকেন্ডের এ ছবিটির পুরোটাই তিনি ধারণ করেছেন মোবাইল ফোনে। রোহিঙ্গা ক্যাম্পে ঘুরে ঘুরে জসিম আহমেদ যে জীবন দেখেছেন, যে সঙ্কট দেখেছেন; সেগুলোই তুলে এনেছেন তার ‘আ পেয়ার অব স্যান্ডেল’ ছবিতে। একটি শরণার্থী দলের বাংলাদেশে আশ্রয় নেওয়াকে গল্প হয় শুরু। শেষে দেখা যায় শরণার্থীদের আরেকটি দল আসছে ক্যাম্পে। তুরস্ক সরকারের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে এ উৎসবটি শুরু হয় ১৫ ডিসেম্বর। বিশ্বের ১২৪টি দেশ থেকে ৫৪০৪টি ছবি জমা পড়ে। এগুলোর মধ্য থেকে ‘আ পেয়ার অব স্যান্ডেল’ জিতে নিয়েছে সেরা পরিচালকের পুরস্কারটি।
×