ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কী থাকছে এবারের চমক?

প্রকাশিত: ০৫:৫০, ৩০ ডিসেম্বর ২০১৭

কী থাকছে এবারের চমক?

স্পোর্টস রিপোর্টার ॥ ন্যু ক্যাম্প ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে নতুন করে ঠিকানা গড়েন নেইমার। গ্রীষ্মকালীন দলবদলে এটাই ছিল সেরা চমক। তারপর মোনাকো থেকে কিলিয়ান এমবাপেকে ধারে নিয়ে আসে প্যারিসের এই জায়ান্ট ক্লাবটি। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন রোমেলু লুকাকুও। এছাড়া উসমান ডেম্বেলে, পাউনিলনহোর মতো তারকারাও ২০১৭ সালের দলবদলে পাদপ্রদীপের আলোয় উঠে আসেন। আলোচনায় ছিলেন ফিলিপে কুতিনহো, মেসুত ওজিল, এ্যালেক্সিস সানচেজের মতো তারকারাও। একদিন পরই শুরু হচ্ছে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো। কী থাকছে এবারের দলবদলে? ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার। নেইমারকে হারানোর পরই স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনার ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছিল অনেকে। তবে সেই নেইমারকে হারানোর প্রভাব মোটেও বুঝতে দেননি মেসি-সুয়ারেজরা। বরং নেইমারকে ছাড়াই নতুন মৌসুমের শুরু থেকে দুর্দান্ত খেলছে কাতালান ক্লাবটি। স্প্যানিশ লা লিগা কিংবা উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ বার্সিলোনা সর্বত্রই উড়ছে। ইউরোপ সেরার টুর্নামেন্টের শেষ ষোলোর টিকেট কাটা বার্সিলোনা লা লিগাতেও দুর্বার। এই মুহূর্তেও দুইয়ে থাকা দলটির সঙ্গে মেসি-সুয়ারেজদের পয়েন্ট ব্যবধান নয়! অর্থাৎ শিরোপা পুনরুরদ্ধারে অনেকটাই এগিয়ে গেছে কাতালান ক্লাবটি। মৌসুমের শুরুতে স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের কাছে হারার পর থেকে এখন পর্যন্ত অপরাজিত দল বার্সিলোনা। ২০১৭-১৮ মৌসুমেও আর্নেস্তো ভালভার্দের মূল ভরসা লিওনেল মেসি। তারপরও নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কয়েকজন তারকা খেলোয়াড়কে দলে ভেড়াতে চায় কাতালান ক্লাবটি। স্প্যানিশ দৈনিক মার্কার মতে, এই তালিকায় সবার উপরে রয়েছেন আর্সেনালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। এই মৌসুমের শেষে গানারদের সঙ্গে ওজিলের চুক্তির মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। সেই সুযোগটাই কাজে লাগাতে চায় বার্সা। কাতালানদের নজরে রয়েছেন শালকের দুই তারকা ম্যাক্স মেয়ার এবং লিওন গোরেতজকা। এছাড়াও ট্রান্সফার উইন্ডোতে আর্নেস্তো ভালভার্দে চোখ রাখছেন সিএসকেএ মস্কোর ফরোয়ার্ড আলেকসান্দর গোলোভিন এবং লিওর নাবিল ফেকিরের ওপর। বার্সিলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও ট্রান্সফার উইন্ডোতে দলকে শক্তিশালী করতে মরিয়া। সেজন্য চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজকে কেনার ব্যাপারে বেশ সিরিয়াস তারা। স্প্যানিশ আউটলেট ‘ডন ব্যালন’ তাদের এক প্রতিবেদনে ঠিক এমনটাই জানিয়েছে। তাদের মতে, ডিফেন্সে সার্জিও রামোসের সঙ্গী হিসেবে ডেভিড লুইজকে চান রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। যদিওবা হাঁটুর ইনজুরির কারণে লুইজ বর্তমানে মাঠের বাইরে ছিটকে পড়েছেন। তারপরও আলোচনার তুঙ্গে এই ব্রাজিলিয়ান রক্ষণসৈনিক। ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। তবে এই মৌসুমে পারফরম্যান্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি কন্টের দল। এদিকে ২০১৬ সালের জানুয়ারিতে ফ্রেঞ্চ লীগ ওয়ানের দল বোর্দেতে যোগ দেয়া ব্রাজিলিয়ান উইঙ্গার মালকম সিলভার ওপর চোখ পড়েছে জোশে মরিনহোর। ‘মেট্রো’র খবর এই মৌসুমের শেষেই মালকমকে ম্যানচেস্টার ইউনাইটেডে কিনে নিতে চান মরিনহো। সাবেক ক্লাব করিন্থিয়ান্সে ব্রাজিলের অভিজ্ঞ কোচ মানো মেনেজেসের সান্নিধ্য পেয়েছিলেন মালকম। স্বদেশী ক্লাব ছেড়ে ফ্রেঞ্চ লীগ ওয়ানে নতুন করে ঠিকানা গড়ার পর থেকেও উড়ছেন তরুণ প্রতিভাবান এই উইঙ্গার। চলতি মৌসুমে ইতোমধ্যেই প্রতিপক্ষের জালে সাতবার গোল করেছেন মালকম। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চারটি গোল। অথচ, খেলেছেন মাত্র ১৮ ম্যাচ। ফরাসী লীগে তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই বিশ্ব ক্লাব ফুটবলের সেরা সেরা দলগুলো চোখ রাখছে মালকমের ওপর। এই তালিকায় সবার উপরে স্পেশাল ওয়ানের ম্যানইউ। তবে বোর্দের সঙ্গে চুক্তির কারণে মালকমকে পেতে হলে এই মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে মরিনহোকে। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে যোগ দেন মরিনহো। তার যোগদানের পর থেকে খেলোয়াড় কেনার জন্য প্রায় ৩০০ মিলিয়ন পাউন্ড ব্যয় করে ম্যানইউ। তবে এতে মোটেও সন্তুষ্ট নন সাবেক রিয়াল মাদ্রিদের এই অভিজ্ঞ কোচ।
×