ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রিতুর বদলা, নাকি শিরোপা থাকবে প্রীতিরই?

প্রকাশিত: ০৫:৪৯, ৩০ ডিসেম্বর ২০১৭

রিতুর বদলা, নাকি শিরোপা থাকবে প্রীতিরই?

রুমেল খান ॥ রানার বিজয় দিবস টেনিস প্রতিযোগিতার আজ সমাপনী দিন। আজ অনুষ্ঠিত হবে মহিলা ও পুরুষ এককের ফাইনাল খেলা। সবচেয়ে বেশি আলোচিত হবে মহিলা এককের ফাইনাল নিয়ে। কেননা এতে মুখোমুখি হবেন সময়ের দুই সেরা তারকা টেনিস খেলোয়াড় ঈষিতা আফরোজ রিতু এবং আফরানা ইসলাম প্রীতি। বৃহস্পতিবারের সেমিতে নরসিংদী টেনিস ক্লাবের আফরানা ইসলাম প্রীতি ৬-২, ২-৬, ৬-২ গেমে বিকেএসপির জেরিন সুলতানা জলিকে এবং বিকেএসপির ঈষিতা আফরোজ রিতু ৬-২, ৬-১ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের ফাবিহা লামিসা সূচনাকে হারিয়ে ফাইনালে উন্নীত হন। আজকের জমজমাট ফাইনালে কি জিতবে? জনকণ্ঠকে প্রীতি জানান, ‘আমিই জিতব। কারণ এই আসরে সর্বশেষ আমিই চ্যাম্পিয়ন হয়েছিলাম এই রিতুকেই হারিয়ে। তাছাড়া এই আসরের র‌্যাঙ্কিংয়েও আমিই টপ সিডেড, রিতু আছে দুই নম্বরে। চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আমার আত্মবিশ^াসের কোন ঘাটতি নেই। যদিও গত সাত মাস আমি অনুশীলন করতে পারিনি বিকেএসপি থেকে চলে আসার পর। এর মধ্যে কোন ক্লাবও খুঁজে পাইনি। অবশেষে দেড় মাস আগে ক্লাব খুঁজে পেয়ে অনুশীলন করেছি। যে ক্লাবটা পেয়েছি, তাও সেটা চুক্তি ভিত্তিতে, শুধু এই টুর্নামেন্টের জন্য! তারপরও আমি শনিবারের ফাইনালে জিততে আত্মপ্রত্যয়ী।’ পক্ষান্তরে রিতু জনকণ্ঠকে জানান, ‘আমার কোন ইনজুরি নেই, তবে আছে প্রবল আত্মবিশ^াস। আশাকরি এই আসরে জিতে গত আসরের হারের স্মৃতিটা ভুলতে পারব।’ বিকেএসপি থেকে পাস করে বের হলেও এখনও বিকেএসপির হয়ে কিভাবে খেলছেন? ‘আমি বিকেএসপির কোচ হিসেবে কাজ করছি। তাই বিকেএসপির হয়ে এই টুর্নামেন্টে খেলতে পারছি।’ রিতুর ব্যাখ্যা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মেয়েদের টেনিস মানেই রিতু বনাম প্রীতির ফাইনাল। এ নিয়ে তারা চতুর্থবারের মতো ফাইনালে মোকাবেলা করবেন। আগের তিন আসরের ফল কি ছিল? এ নিয়ে বাগেরহাটের প্রীতির এবং লালমনিরহাটের রিতুর পরস্পর বিরোধী পরিসংখ্যান পাওয়া গেল। প্রীতির ভাষ্যমতেÑ এ নিয়ে তিনি বিজয় দিবসসহ সব আসর মিলিয়ে রিতুর সঙ্গে তিনবার ফাইনাল খেলেছেন। দুটিতেই জিতেছেন, আর হেরেছেন একটিতে। এক্ষেত্রে রিতুর বক্তব্য হলো, ‘কতবার ফাইনাল খেলেছি, তা মনে নেই। তবে জাতীয় চ্যাম্পিয়নশিপে ওকে একবার হারিয়েছি।’ বয়সে-অভিজ্ঞতায় প্রীতির চেয়ে এগিয়ে রিতু। তিনি বিকেএসপিতে ভর্তি হন ২০০৮ সালে, আর প্রীতি ২০১১ সালে। সব ধরনের আসর ও ইভেন্ট মিলে কার শিরোপার সংখ্যা কত? রিতু পুরোপুরি মনে করতে পারলেন না, ‘সম্ভবত ২০টির বেশি হবে।’ তবে প্রীতি জানান, ‘আমি এ পর্যন্ত সাত বছরের ক্যারিয়ারে সব মিলে এককে শিরোপা জিতেছি ৪২টি।’ আজ দুজন শুধু এককেই মুখোমুখি হবেন না, মোকাবেলা করবেন দ্বৈতেও। প্রীতির পার্টনার হচ্ছেন বিকেএসপির শাহ্ সাফিনা লাক্সমি। আর রিতুর সঙ্গী বিকেএসপির জেরিন সুলতানা জলি। এখন দেখার বিষয়, আজ এদের দুজনের ভাগ্যে দ্বি-মুকুট জোটে কি না। রিতু-প্রীতির সর্বশেষ দ্বৈরথের স্মৃতি ॥ ২০১৭ সালের ১৯ জানুয়ারি। রমনার জাতীয় টেনিস কমপ্লেক্স। ‘আইউবি বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা’য় মহিলা এককের ফাইনাল। দুই ঘণ্টা ৩৭ মিনিটের এক মহাকাব্যিক দ্বৈরথ শেষে বিজয়িনীর নাম বিকেএসপির প্রীতি। চ্যাম্পিয়ন হয়ে অশেষ প্রীত হলেন প্রীতি। ফাইনালে তিনি একই দলের ঈষিতা আফরোজ রিতুকে হারান ৪-৬, ৭-৫, ৭-৬ (৭-৫) গেমে। খেলা শেষ হতেই আবেগে কেঁদে ফেলেছিলেন প্রীতি। এগিয়ে গিয়েও ম্যাচ হারের কারণ হিসেবে রিতু জানিয়েছিলেন তার ডান পায়ে ক্র্যাম্পের কথা। এখন দেখার বিষয়, আজকের ম্যাচে রিতু কি প্রতিশোধ নিতে পারবেন প্রীতিকে হারিয়ে?
×