ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় দলে দীর্ঘদিন খেলার আশা রাহীর

প্রকাশিত: ০৫:৪৯, ৩০ ডিসেম্বর ২০১৭

জাতীয় দলে দীর্ঘদিন খেলার আশা রাহীর

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরেই ঘরোয়া আসরগুলোয় ভাল করছিলেন। কিন্তু সুযোগ হয়নি জাতীয় দলের ক্যাম্পে আসার। এবারই প্রথম জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে সুযোগ পেয়েছেন। ২৪ বছর বয়সী তরুণ পেসার আবু জায়েদ রাহী এখন মূল দলেই সুযোগ করে নিতে চান। সুযোগটা পেলে তিনি দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন। আর ভাল করার জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী এ ডানহাতি। এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে দারুণ চমক দেখিয়েছেন রাহী। সবাইকে ছাড়িয়ে শীর্ষ উইকেট শিকারি ছিলেন। শেষদিকে সাকিব আল হাসান তাকে টপকে গেলেও ১৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে থেকেই বিপিএল শেষ করেছেন। আর এই বিপিএলে ভাল করার কারণেই এখন আত্মবিশ্বাসী তিনি নিজেকে নিয়ে। এ বিষয়ে রাহী বলেন,‘প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছি। একটু উত্তেজনায় আছি। খুব ভাল লাগছে। ফিটনেস নিয়ে কাজ চলছে। আর ব্যাটিং নিয়ে কাজ চলছে। বোলিংয়ে স্কিল নিয়ে কাজ হচ্ছে। বিপিএলে অনেক আন্তর্জাতিক ব্যাটসম্যানদের বোলিং করেছি। এদিক থেকে আত্মবিশ^াস আছে। জাতীয় দলের ক্যাম্পে আছি। বড় ভাইদের সঙ্গে আছি। সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই অনেক সহায়ক। আমার মনে হয় আন্তর্জাতিক পর্যায়ে পারব ইনশা আল্লাহ।’ ৩২ জনের প্রাথমিক দলের ক্যাম্পে আছেন ১১ জন পেসার। এদের মধ্যে রাহীই ছিলেন বিপিএলে সবচেয়ে উজ্জ্বল। কোচেরাও তার বেশ প্রশংসা করেছেন। রাহী জানালেন, ‘শুধু স্যারের সঙ্গে কথা হয়েছে। বলেছে, তোর পেস নিয়ে কোন কাজ করার প্রয়োজন নাই। এখনকার যুগে সুইংটা হলো কার্যকর। পেস বোলাররা অনেক কঠোর পরিশ্রম করছে। যে ১১ জন আছি সবাই অনেক পরিশ্রম করছে। আমরা আশাবাদী সামনের সিরিজগুলোতে আমরা পেসাররা ভাল করব।’ অনেকদিন ধরে ভাল করলেও বেশ দেরিতেই ডাক পেলেন জাতীয় দলের ক্যাম্পে। কিন্তু সেসব নিয়ে ভাবছেন না রাহী। নিজেকে প্রস্তুত করছেন। আর কোচেরাও পরামর্শ দিচ্ছেন এ সুযোগটাকে কিভাবে কাজে লাগাতে হবে। এ বিষয়ে রাহী বলেন, ‘আসলে অনেক সময় চেষ্টা করেছি আমি, একদিন না একদিন সুযোগ আসবে। যেন সুযোগটা কাজে লাগাতে পারি। স্যারও আমাকে বলছে দেখ অনেকদিন পর জাতীয় দলে ডাক পেয়েছিস, অনেক পারফর্ম করছিস আমরা শুনেছি, আমাদের চোখে ছিলি তুই। আর যেহেতু অনেক দিন পর ডাক পেয়েছিস, যেন অনেক দিন জাতীয় দলে খেলতে পারিস সে অনুযায়ী মানসিকভাবে তৈরি হ। ফিটনেসে আরেকটু মনোযোগ দে, জিমে মনোযোগ দে, তোর মুশফিক ভাইরে দেখ। উনি কি করছে। সাকিব ভাইকে দেখ, উনারা কি করছে। উনারা এতদিন ক্রিকেট খেলছে। এখন জিমে গিয়ে কিন্তু অতিরিক্ত সময় কাজ করছে। বাড়তি চেষ্টা করছে। আমি আশাবাদী, জাতীয় দলে ঢুকলে অনেকদিন খেলতে পারব।’ আপাতত অবশ্য ক্যাম্পে ফিটনেস নিয়েই কাজ হচ্ছে ক্রিকেটারদের। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আসার পর শুরু হবে স্কিল ট্রেনিং। এ বিষয়ে রাহী বলেন, ‘অন্য বোলিং কোচের কথা প্রায় সমান। উনি (ওয়ালশ) হয়তো সামনেই আসবে। থাকলে তো অবশ্যই এখন ভাল হতো। এখন তো ফিটনেস চলছে। স্কিল শুরু হলে আমরা ওটা নিয়ে কাজ করব। ওদের (শ্রীলঙ্কার) ব্যাটসম্যান যারা আছে, ওদের কিভাবে বোলিং করতে হবে ওটা নিয়ে কাজ করব।’
×