ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফার্গুসনের রেকর্ড ছুঁয়ে গর্বিত ওয়েঙ্গার

প্রকাশিত: ০৫:৪৯, ৩০ ডিসেম্বর ২০১৭

ফার্গুসনের রেকর্ড ছুঁয়ে গর্বিত ওয়েঙ্গার

স্পোর্টস রিপোর্টার ॥ আর্সেনালের সঙ্গে নাড়ির সম্পর্ক কোচ আর্সেন ওয়েঙ্গারের। দীর্ঘদিন ধরে গানার্স শিবিরে আছেন ফরাসী এই কোচ। বৃহস্পতিবার রাতে গৌরবময় এক রেকর্ডের মালিক হয়েছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লীগে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে আর্সেনালের হয়ে ড্রাগআউটে দাঁড়িয়ে কীর্তিগাথা রচনা করেছেন। রেকর্ড গড়া ম্যাচে চিলির তারকা ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে আর্সেনাল। এই ম্যাচ দিয়ে সাবেক কিংবদন্তীর কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের সমান প্রিমিয়ার লীগে ৮১০টি ম্যাচে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ওয়েঙ্গার। রবিবার ওয়েস্টব্রুমউইচের বিরুদ্ধে রেকর্ডটি এককভাবে নিজের দখলে নিতে যাচ্ছেন তিনি। আগের ম্যাচে নিজেদের মাঠে লিভারপুলের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল আর্সেনাল। এবার জয়ের জন্য শুরু থেকেই প্যালেসের বিরুদ্ধে মরিয়া ছিল আর্সেনাল। তবে প্রথম গোলের জন্য ২৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে তাদের। জার্মানির ডিফেন্ডার স্কোড্রান মুস্তাফির গোলে ম্যাচে প্রথম গোলের স্বাদ পায় আর্সেনাল। এই গোলের লিড নিয়ে ম্যাচের বিরতিতে যায় আর্সেনাল। তবে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই ম্যাচে সমতা ফেরায় স্বাগতিক প্যালেস। ৪৯ মিনিটে ইংল্যান্ডের উইঙ্গার আন্দ্রোস টাউনসেন্ডে গোল করেন। এরপর সানচেজ জাদুতে চার মিনিটের ব্যবধানে দু’গোল পেয়ে যায় গানার্সরা। ৬২ ও ৬৬ মিনিটে গোল দুটি করেন চিলিয়ান তারকা। ব্যবধান ৩-১ গোলে এগিয়ে থাকায় ম্যাচ জয় অনেকাংশেই নিশ্চিত হয়ে যায় ওয়েঙ্গারের শিষ্যদের। নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে ইংল্যান্ডের ডিফেন্ডার জেমস টমকিন্সের গোল প্যালেসের হারের ব্যবধান কমায়। শেষ পর্যন্ত ৩-২ গোলে ম্যাচ জিতে প্রতিপক্ষের মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট পায় আর্সেনাল। এই জয়ে ২০ খেলায় ১১ জয় ও পাঁচ হারে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আর্সেনাল। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে ক্রিস্টাল প্যালেস। প্রিমিয়ার লীগের রেকর্ড ৮১০তম ম্যাচে কোচের দায়িত্ব পালন করতে পেরে খুশি ওয়েঙ্গার। ম্যাচ শেষে তিনি বলেন, অবশ্যই এটি দুর্দান্ত একটি রেকর্ড। এমন রেকর্ড গড়া ভাগ্যের ব্যাপার। ৮১০টি ম্যাচে কোচের দায়িত্ব পালন করেছি। অনেক বড় জার্নি ছিল। তারপরও আমি অভিভূত। সামনে আরও অনেক কিছু অর্জনের বাকি আছে। আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই। এদিকে জয় দিয়ে বছর শেষ করার লক্ষ্য নিয়ে আজ প্রিমিয়ার লীগের ২১তম রাউন্ডের ম্যাচে মাঠে নামছে বড় তিন দল ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুল। চেলসি মুখোমুখি হবে স্টোক সিটির, লিভারপুল লড়বে লিচেস্টার সিটির বিরুদ্ধে আর ম্যানইউর প্রতিপক্ষ সাউদাম্পটন। নিজেদের মাঠ ওল্ডট্রাফোর্ডে সাউদাম্পটনের বিপক্ষে জয় দিয়ে বছর শেষ করার প্রত্যয় জানিয়েছেন ম্যানইউ কোচ জোশে মরিনহো। স্পেশাল ওয়ান বলেন, গেল সপ্তাহটা আমাদের খুবই খারাপ গেছে। আমরা তিন ম্যাচেই বাজে খেলেছি। পারফরমেন্স করতে না পারলে ভাল কিছু অর্জন করা সম্ভব নয়। আশা করছি এ ম্যাচেই আমরা জয়ের স্বাদ নিতে পারব এবং জয় দিয়ে বছর শেষ করতে পারব। আমার মতো দলের সবাই জয় নিয়ে নতুন বছরে পা রাখতে মুখিয়ে আছে। জয় দিয়ে বছর শেষ করতে চায় চেলসিও। দলটির তারকা মিডফিল্ডার চেস ফেব্রিগাস বলেন, বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা । এ বছর আর একটি ম্যাচ আছে। এ ম্যাচে জিততে চাই আমরা। জয় দিয়ে বছর শেষ করতে পারলে দারুণ হবে।
×