ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেদ থেকেই জ্বললেন হ্যারি কেন

প্রকাশিত: ০৫:৪৮, ৩০ ডিসেম্বর ২০১৭

জেদ থেকেই জ্বললেন হ্যারি কেন

স্পোর্টস রিপোর্টার ॥ উড়ছেন হ্যারি কেন। ক্লাব কিংবা জাতীয় দল সর্বত্রই নিজেকে দারুণভাবে মেলে ধরছেন টটেনহ্যাম হটস্পারের এই ইংলিশ স্ট্রাইকার। মঙ্গলবার সাউদাম্পটনের বিপক্ষেও দুর্দান্ত এক হ্যাটট্রিক গড়েন তিনি। সেইসঙ্গে নতুন এক মাইলফলকও স্পর্শ করেন হ্যারি কেন। এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ ৩৬ গোল করা এ্যালান শিয়েরারের রেকর্ডকে ছাড়িয়ে যান তিনি। বর্তমানে হ্যারি কেনের গোলসংখ্যা ৩৯। লিওনেল মেসিকে পেছনে ফেলে ২০১৭ সালে সর্বোচ্চ ৫৬ গোলের রেকর্ডও এখন হ্যারি কেনের দখলে। শুধু তাই নয়, ইংলিশ ফুটবলের প্রথম খেলোয়াড় হিসেবে এক বছরে ছয় হ্যাটট্রিক গড়ার অবিস্বরণীয় কীর্তি গড়েন ২৪ বছর বয়সী এই তারকা ফুটবলার। তবে হ্যারি কেনের দুর্দান্তভাবে জ্বলে ওঠার পেছনে বড় ভূমিকা রেখেছেন সমালোচকরাই! হ্যাঁ, খোদ হ্যারি কেনই জানিয়েছেন এমনটা। সমালোচিত হওয়ার জেদ থেকেই বিশ্ব ফুটবল পেল হ্যারি কেনকে। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে টটেনহ্যাম হটস্পারের এই ইংলিশ স্ট্রাইকার বলেন, ‘আমি সবসময়ই বলে এসেছি। যখন মানুষজন আমার পারফর্মেন্স নিয়ে সন্দেহ প্রকাশ করে তখন আমি তাদেরকে ভুল প্রমাণ করার চেষ্টা করি। এই জেদটা আমার শৈশব থেকেই ছিল, এখনও আছে। আমার এই পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’ দুর্দান্ত ফর্মে থাকা হ্যারি কেনকে নিয়ে একটি গানও তৈরি করেছে টটেনহ্যামের ভক্ত-অনুরাগীরা। তবে হ্যারি কেন এটাকে মজার বলেই মন্তব্য করেছেন। ফর্মে থাকা কেনের ওপর এখন নজর পড়েছে ইউরোপের বড় ক্লাবগুলোর। এক্ষেত্রে স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা রয়েছে উপরের সারিতে। ইউরোপ সেরার মুকুট পরা রিয়াল মাদ্রিদ তাকে দলে পেতে চাইছে। কারণটাও খুব সুস্পষ্ট। গত মৌসুমে দুর্দান্ত খেলা রিয়াল মাদ্রিদ যে এবার একেবারেই নিষ্প্রভ। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে এখনও সুযোগ থাকলেও স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের সুযোগ ইতোমধ্যেই হারিয়ে ফেলেছেন বেল-রোনাল্ডোরা। যে কারণেই তারকা ফুটবলারদের দলে ভেড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ। তবে রিয়ালের প্রস্তাবে এখনই আগ্রহ দেখাচ্ছেন না হ্যারি কেন। ‘ওয়ান ক্লাবম্যান’ হতে চাইছেন ইংলিশ এই তারকা। দল পরিবর্তন নিয়ে সম্প্রতি মিররকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘ভবিষ্যতনির্ভর করে আপনার প্রতি ক্লাব ও ম্যানেজারের দৃষ্টিভঙ্গির ওপর।
×