ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাভারে ছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৩২, ৩০ ডিসেম্বর ২০১৭

সাভারে ছাত্রীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, সাভারে শিখা বেগম (২০) নামের এইচএসসি প্রথম বর্ষের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পৌর এলাকার ডগরমোড়া মহল্লাস্থ জনৈক এমারত হোসেনের বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। জানা গেছে, এদিন দুপুরে নিজ ভাড়া বাসার একটি কক্ষে ওই ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওই কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান তার বাবা সিরাজুল ইসলাম। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্র্গে প্রেরণ করে। সিরাজুল ইসলাম জানান, তার মেয়ে জামালপুর নেক জাহান কলেজে এইচএসসি প্রথম বর্ষে অধ্যায়নরত ছিল। মাস দুয়েক আগে জামালপুর জেলার সদর থানার মোল্ল্যাপাড়া গ্রামের আলামিনের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। পরে তার স্বামী কয়েকদিন আগে তার মেয়েকে সাভারে নিয়ে আসে। তার স্বামী সাভারে রাজমিস্ত্রির কাজ করত। পুলিশ জানায়, এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা। পটিয়ায় বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা,পটিয়া, ২৯ ডিসেম্বর ॥ বৈদ্যুতিক তারে জড়িয়ে বিসিক শিল্প নগরী এলাকায় ওয়েল ফুডের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টায় বিসিক শিল্প এলাকায় একটি ডোবায় মাছ ধরতে নেমে প্রাণ হারিয়েছেন মনির হোসেন (৩৫)। তিনি চাঁদপুর জেলার কচুয়া থানাধীন সাহারাপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, শুক্রবার ফ্যাক্টরি বন্ধ থাকায় শ্রমিক মনির বিসিক শিল্প এলাকার একটি ডোবায় মাছ ধরতে নামেন। সেখানে বিদ্যুত বিতরণ বিভাগের (পিডিবি) একটি ছেড়া তারে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
×