ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আদালত ও বিচার বিভাগ স্বাধীন নয়॥ গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশিত: ০৫:৩১, ৩০ ডিসেম্বর ২০১৭

আদালত ও বিচার বিভাগ স্বাধীন নয়॥ গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২৯ ডিসেম্বর ॥ বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার সাম্প্রতিকালে সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতিকে যে আচরণের মধ্যদিয়ে দেশ ত্যাগে বাধ্য করেছেন এবং পদত্যাগ করতে বাধ্য করেছেন আদৌ পদত্যাগ করেছেন কি না এটা সুস্পষ্ট নয়। এর কারণ হলো প্রধান বিচারপতি পদত্যাগ করার পর শূন্যপদ পূরণ করার একটা নির্ধারিত সময় থাকে। কিন্তু নির্ধারিত সময় পেরেয়ি গেলেও এখন পর্যন্ত প্রধান বিচারপতি নিয়োগ করা হয়নি। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি’র কর্মী সভায় উপস্থিত হয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সম্পূর্ণটাই সরকারের নিয়ন্ত্রণে। আদালত স্বাধীন নয় এবং বিচার বিভাগ স্বাধীনভাবে মানুষের মামলা নিস্পত্তি করতে পারে না বলে মন্তব্য করেন তিনি। দল পুনর্গঠনের পাশাপাশি নির্বাচন ও আন্দোলনের বার্তা পৌঁছাতেই কেন্দ্রীয় নেতাদের এই তৃণমূল সফর। একই সঙ্গে আগামী নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী সম্পর্কেও একটি ধারণা পেতে চান বিএনপির নেতৃত্ব। সফর শেষে দায়িত্বপ্রাপ্ত নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংশ্লিষ্ট এলাকার একটি রিপোর্ট দেবেন। এরই পরিপ্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই ও দলের নেতৃত্ব নির্ধারণ করা হতে পারে। বিকেলে মাঠ পর্যায়ের এই সফরের অংশ হিসেবে জেলা বিএনপি’র সর্বস্থরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন চেয়ারপর্সনের উপদেষ্টা ফজলুল নহক আসপিয়া, জেলা বিএনপি’র সাবেক সংসদ ও সাবেক সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, নজির হোসেন, বর্তমান সভাপতি ও সাবেক সংসদ কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল প্রমুখ।
×