ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিশু সন্তানকে ধর্ষণের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

প্রকাশিত: ০৫:৩০, ৩০ ডিসেম্বর ২০১৭

শিশু সন্তানকে ধর্ষণের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সলঙ্গায় পাঁচ বছরের এক শিশুকে হাত মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের গাইনী ও প্রসূতি বিভাগে ১নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ করায় শিশুর বাবাকে পিটিয়ে আহত করা হয়েছে। আহত বাবাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার ঘটনায় পুলিশ হাফিজুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে। সে সলঙ্গা থানার রামারচর গ্রামের মোতালেব হোসেনের ছেলে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে শিশুটির মা অভিযোগ করে বলেন, গত শনিবার দুপুরে বাড়ির পাশ্ববর্তী মুন্নাফ আলীর ছেলে শাহদাত ও শাহ আলম তার মেয়েকে গান শোনানোর কথা বলে ডেকে নিয়ে স্থানীয় গোজা ব্রিজ এলাকায় নিয়ে যায়। সেখানে নেশাগ্রস্ত দুই ছেলের কাছে আমার মেয়েকে রেখে আসে। এখানে একটি ঘরে আমার মেয়ের ওপর তারা নির্যাতন চালায়। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেললে ওই দুই নেশাগ্রস্ত যুবক তার হাতের রশি খুলে দিলে সে বাড়িতে চলে আসে। রাতে ঘুমের মধ্যে সে ভয় পেয়ে চিৎকার করে। আমি তাকে জিজ্ঞাসা করলে সে আমাকে ঘটনার বিস্তারিত জানায়। পরে সকালে তাকে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির বাবা বলেন, আমি টাঙ্গাইলে কর্মরত আছি। আমার স্ত্রী মেয়ে নিয়ে গ্রামের বাড়িতে থাকে। মেয়ের ধর্ষণের খবর শুনে বাড়ি চলে আসি। বাড়িতে এসে জানতে পাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের বাড়ি গিয়ে প্রতিবাদ জানাই। পরে বাড়ি থেকে হাসপাতালের উদ্দেশে বের হয়ে হাটিকুমরুল-বনপাড়া সড়কে আসলে আমার ওপর হামলা করা হয়। তারা আমাকে পিটিয়ে আহত করে। পরে পুলিশের সহায়তায় আমি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে এসে ভর্তি হয়ে চিকিৎসা নেই।
×