ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুরের মিঠাপুকুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন

প্রকাশিত: ০৫:৩০, ৩০ ডিসেম্বর ২০১৭

রংপুরের মিঠাপুকুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৯ ডিসেম্বর ॥ বিদ্যুত সংযোগের আওতায় এলো রংপুরের মিঠাপুকুর উপজেলার সবকটি গ্রাম। চলছে বৈদ্যুতিক মোটর। সেই মোটর দিয়ে সেচ দেয়া হচ্ছে চাষের জমিতে। এ যুগে বিদ্যুত কোন নুতন জিনিস না হলেও এ এলাকার মানুষের জন্য তা অনেক বড় পাওয়া। কারণ প্রত্যেক বাড়িতে মোবাইল ফোন থাকলেও সেই মোবাইল চার্জ দেয়ার জন্য যেতে হতো উপজেলা সদরে। চার্জার ব্যাটারীযুক্ত অটোরিক্সা কিংবা টেলিভিশনসহ যে কোন ইলেক্ট্রনিক বা ইলেক্ট্রিক্যাল যন্ত্র ব্যবহার করার সুযোগ থেকে এতদিন বঞ্চিত ছিল এ উপজেলার অধিকাংশ মানুষ। তাই বিদ্যুত সংযোগ পেয়ে তারা উল্লাসিত। মিঠাপুকুর উপজেলায় শতভাগ বিদ্যুত সংযোগ উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা মিলনায়তনে এক জনসভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, সংসদীয় অর্থকমিটির সভাপতি এইচ. এন আশিকুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন, রংপুর পল্লীবিদ্যুত সমিতি-১ এর মহাব্যবস্থাপক নুরুররহমান।
×