ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হোয়াটস এ্যাপকে উকিল নোটিস

প্রকাশিত: ০৫:২৬, ৩০ ডিসেম্বর ২০১৭

হোয়াটস এ্যাপকে উকিল নোটিস

ইমোজি সেট থেকে ‘মধ্যাঙ্গুলি’ সরাতে হোয়াটস এ্যাপকে উকিল নোটিস পাঠিয়েছেন গুরমিত সিং নামে এক ভারতীয় আইনজীবী। মেসেজিং এ্যাপটি থেকে ‘মধ্যাঙ্গুলি’ ইমোজি সরাতে ১৫ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে নোটিসে। এই সময়ের মধ্যে এটি সরানো না হলে হোয়াটস এ্যাপের বিরুদ্ধে মামলা করা হবে বলেও হুমকি দেয়া হয়েছে। নোটিসে ওই আইনজীবী বলেন, মধ্যাঙ্গুলি দেখানো শুধু অপমানজনক নয় বরং চরম মাত্রায় আক্রমণাত্মক, অশ্লীল ও নোংরা অঙ্গভঙ্গি। তিনি আরও বলেন, ভারতীয় দ-বিধির সেকশন ৩৫৮ ও ৫০৯ অনুযায়ী অশ্লীল, নোংরা, আক্রমণাত্মক অঙ্গভঙ্গি দেখানো নারীদের জন্য অপমানজনক। নোংরা, আক্রমণাত্মক, অশ্লীল অঙ্গভঙ্গি দেখানো তাই অবৈধ। Ñআইএএনএস
×