ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কাঁঠালবাড়ি-শিমুলিয়া পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল ব্যাহত, ভোগান্তি

প্রকাশিত: ০৫:২৪, ৩০ ডিসেম্বর ২০১৭

কাঁঠালবাড়ি-শিমুলিয়া পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল ব্যাহত, ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২৯ ডিসেম্বর ॥ ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। মাঝ নদীতে আটকে ছিল ১১টি ফেরি। দীর্ঘ সময় ফেরি পারাপার বন্ধ থাকায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। ঘাট এলাকায় লম্বা লাইন দিয়ে শত শত যানবাহন পারের অপেক্ষায় থাকে । বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের সহকারী ব্যবস্থাপক জানান, রাত ১১টার দিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়লে এই নৌরুটের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। নৌপথ দেখতে না পারায় যাত্রী ও পরিবহন নিয়ে মাঝ নদীতে আটকে পড়ে ১১টি ফেরি। ফলে পাটুরিয়া ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অটকেপড়া যাত্রী ও পরিবহন শ্রমিকরা। নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর থেকে জানান, ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়। বৃহস্পতিবার রাত ১১টা থেকে হঠাৎ করেই কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এতে পদ্মায় নৌ চলাচলের দিকনির্দেশক বিকনবাতি অস্পষ্ট হয়ে এলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
×